Ajker Patrika

করোনায় নারীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৪
করোনায় নারীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত সাহিদা (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এ ছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৪৪ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেড জোনে ১৬ জন, ইয়ালোজোনে ২১ জন এবং আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে তিনজন, এইচডিইউতে দুইজন চিকিৎসাধীন। এ ছাড়া হাসপাতালে ৩৫টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদি নেওয়াজ জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে সোমবার রাতে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৮০ জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩.৪০ শতাংশ।

এদিকে খুলনা বিভাগে বেড়েছে করোনা সংক্রমণ। আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। আর এ সময় করোনা শনাক্ত হয়েছে ৭৫৯ জনের। এর আগে রবিবার বিভাগে ৭৮৪ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত