Ajker Patrika

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮: ১৪
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও তাঁর কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন ও তার কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। এতে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ভদ্রকোল গ্রামের রকিব হাসানকে (৪৫) প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম গণমাধ্যমকমীদের কাছে অভিযোগ করে জানান, বুধবার বেলা সাড়ে ৯টার দিকে কয়ড়া এলাকায় নির্বাচনী প্রচার শেষে উল্লাপাড়ায় আসার পথে মানিকদহ গ্রামে পৌঁছালে নৌকার প্রার্থী হেলাল উদ্দীন ও তাঁর কর্মীরা হামলা চালায়। খোরশেদ আলমের কর্মী রকিব হাসানকে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

নৌকার চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দীন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, স্বতন্ত্র প্রার্থী মিথ্যা অভিযোগ করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত