Ajker Patrika

চারঘাটে ৩৪৭ জনের মনোনয়নপত্র দাখিল

চারঘাট প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ৪৭
চারঘাটে ৩৪৭ জনের মনোনয়নপত্র দাখিল

চতুর্থ ধাপে চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৩৪৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৬ প্রার্থী, জাতীয় পার্টি (জাপা) মনোনীত দুজন, ওয়ার্কার্স পার্টি মনোনীত একজন প্রার্থী রয়েছেন। এ ছাড়াও ছয় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরও ২০ জন। সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে ৭৮ জন ও সাধারণ সদস্য পদে ২৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ইউসুফপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৪১ জন। শলুয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত সদস্য পদে ১৫ ও সাধারণ সদস্য পদে ৫৩ জন। নিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে, সরদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন। চারঘাট সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং ভায়ালক্ষীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই বাছাই ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত