Ajker Patrika

বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু প্রতিরোধে সভা অনুষ্ঠিত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ০১
বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু প্রতিরোধে সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফল উপজেলায় ‘কোভিড প্রেক্ষাপটে বাল্য বিয়ে ও মাতৃমৃত্যু প্রতিরোধ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএর আয়োজনে এসপিসিপিডি প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা সাব কমিটির আহ্বায়ক (বিএপিপিটি) ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জাতীয় সংসদের উপসচিব মো. মিজানুল হক, পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. মু. জসীম উদ্দিন (মুকুল), জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বশার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, বাউফল উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বক্তারা বাল্য বিয়ে ও মাতৃমৃত্যু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত