Ajker Patrika

পোস্টারে ছেয়ে গেছে বাজার, অলি-গলি

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৫
পোস্টারে ছেয়ে গেছে বাজার, অলি-গলি

চৌদ্দগ্রাম উপজেলায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার। ইউনিয়নগুলোর হাট-বাজার, অলিগলির সড়কগুলো ছেয়ে গেছে পোস্টারে। গাছপালা ও বিদ্যুতের খুঁটিতেও টাঙানো হচ্ছে পোস্টার। এদিকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা।

উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান হতে যাচ্ছেন। বাকি ১০টি ইউপিতে প্রার্থীদের ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর পরই প্রচারে নামেন তাঁরা। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা নিজেদের মতো করে কর্মিসভা, পথসভা করছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এ কাজে প্রার্থীদের আত্মীয়স্বজনও যোগ দিয়েছেন।

এদিকে পোস্টার টাঙানোর কাছে প্রতিযোগিতা করছেন প্রার্থীদের কর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত তাঁরা প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন।

১২টি ইউপিতে ৫৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৪ জন এবং সাধারণ সদস্য পদে ৪৮০ জনসহ ৬৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের আবদুল আলী বলেন, ‘পোস্টারে ছেয়ে গেছে আমাদের সমগ্র গ্রাম। দেখতে ভালোই লাগছে। ভোটের আমেজ পেয়ে কর্মী-সমর্থকেরা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে পোস্টার-ব্যানার লাগানোর কাজে মাঠে নেমেছেন।’

গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের মোখলেছুর রহমান বলেন, ‘রাতে ঘুমানোর আগে যে সড়কটিতে কোনো পোস্টার-ব্যানার দেখা যায়নি, সকালে ঘুম থেকে উঠে দেখি পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। দৃশ্যটি সত্যিই আনন্দের।’

গুণবতী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল বলেন, ‘নির্বাচন হচ্ছে একটি উৎসবমুখর পরিবেশ। কর্মী-সমর্থকেরা পোস্টার-ব্যানার টাঙানোর কাজ অত্যন্ত আনন্দের সঙ্গে করে থাকেন। কে কাকে ভোট দেবে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে, সাধারণ জনগণ পোস্টার-ব্যানার দেখে আনন্দে মেতে উঠছে।’

কনকাপৈত ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাফর ইকবাল বলেন, ‘ভোটের দিন যতই এগিয়ে আসছে, পাড়ায় মহল্লায় পোস্টার টাঙানোর কাজ ততই বেড়ে চলেছে। প্রার্থী হিসেবে এ দৃশ্য দেখতে পারা সত্যিই আনন্দের।’ আগামী ২৬ ডিসেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত