Ajker Patrika

ভাঙন ও দেশান্তর

বিনোদন প্রতিবেদক
ভাঙন ও দেশান্তর

আজ সারা দেশে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি ‘ভাঙন’, অন্যটি ‘দেশান্তর’। দুটি সিনেমাই তৈরি হয়েছে সরকারি অনুদানে।

‘ভাঙন’ 
মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ‘ভাঙন’ সিনেমার গল্পে দেখা যাবে একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে। এখানে আছে হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ নানা ধরনের মানুষ। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’।
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। আরও আছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ। মৌসুমী বলেন, এই সিনেমায় জীবনের গল্প আর বাস্তব চরিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। প্রাধান্য পেয়েছে ছিন্নমূল কিছু মানুষের সংকট। একেবারেই জীবনঘনিষ্ঠ একটি সিনেমা।
সিনেমাটি ১৯টি প্রেক্ষাগৃহে দেখা যাবে।

‘ভাঙন’ সিনেমায় মৌসুমী ও ফজলুর রহমান বাবু‘দেশান্তর’
কবি নির্মলেন্দু গ‌ুণের উপন্যাস অবলম্বনে নির্মিত আশুতোষ সুজনের সিনেমা ‘দেশান্তর’। ১৯৪৭ সালের ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা তুলে ধরেছেন নির্মলেন্দু গুণ। প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তাঁর বিপরীতে রয়েছেন আহমেদ রুবেল। এই সিনেমায় ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন মুখ রোদেলা টাপুর। এ ছাড়া আরও রয়েছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক ও মোমেনা চৌধুরী। পরিচালক আশুতোষ সুজন বলেন, ‘প্রচলিতভাবে আমরা দেখি, বড় ধরনের সহিংসতার পর একটি সম্প্রদায়ের চলে যাওয়ার গল্প। দেশান্তরে বলা হয়েছে দেশকে ভালোবেসে ওই সম্প্রদায়ের থেকে যাওয়ার গল্প।’ 
দেশান্তর মুক্তি পাচ্ছে দুটি হলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত