Ajker Patrika

হাঁটুপানির নিচে অলিগলি রাস্তা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ১৩
হাঁটুপানির নিচে অলিগলি রাস্তা

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশের মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও গত রোববার থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কর্মমুখী মানুষসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

গতকাল সকালে সরেজমিন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার গলি রাস্তায় দেখা যায় হাঁটুপানি। এতে এলাকার অফিসগামী লোকজন বিপাকে পড়েন। এ ছাড়া বৃষ্টিকে পুঁজি করে রিকশাচালকেরা ২০ টাকার ভাড়া নিচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। ফলে অনেকটা বাধ্য হয়েই বাড়তি ভাড়ায় কর্মক্ষেত্রে যেতে হচ্ছে বিভিন্ন কর্মজীবী মানুষের। নিম্নআয়ের দিনমজুর, রিকশাচালক, পোশাককর্মীদের অনেককে মাথায় পলিথিন দিয়ে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে দেখা গেছে।

বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করা দিদারুল আলম বলেন, ‘আগে এ এলাকার রাস্তাগুলোয় আরও অনেক বেশি জলাবদ্ধতা হতো। রাস্তা ও নালার উন্নয়ন কাজ হওয়ায় তা কিছুটা কমেছে। বৃষ্টি হলেই সকালে অফিসে যেতেই বিপত্তির সৃষ্টি হয়। এখন হাঁটুপানিতে হাঁটতে গেলে কাপড়চোপড় সব ভিজে যাবে।’

রিকশাভাড়া কেন বেশি নিচ্ছেন জানতে চাইলে আবুল নামে এক রিকশাচালক বলেন, ‘বৃষ্টির ভিত্তি রিকশা চালাইলে ব্যাটারির চার্জ বেশি খায়, তাই মামাগো থিক্কা ১০-২০ টেয়া বেশি চাইয়া লই।’

কলেজছাত্র রায়হান সরকার বলেন, ‘কলেজে যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু রাস্তার যে অবস্থা, হেঁটে যাওয়ারও অবস্থা নেই।’

সমীর আলী নামে এক দিনমজুর বলেন, ‘আমরা গরিব মানুষ, কাজ না করতে পারলে খামু কী? সারা দিন যে বৃষ্টি হইতাছে মনে হয় না আজকে কোনো কাজ করতে পারমু।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপের পর ঘূর্ণিঝড় জাওয়াদ আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি ভারতের উডিশার পুরি উপকূল দিয়ে স্থলভাগে ওঠার কথা থাকলেও তা হয়নি। এখনো সমুদ্রপথ ধরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত