Ajker Patrika

চুয়াডাঙ্গায় তিন স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬: ৪৯
চুয়াডাঙ্গায় তিন স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

কারচুপির অভিযোগ তুলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের তিন চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন করেছেন। ভোট বর্জনকারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোনাজাত হোসেন (গোলাপ ফুল), রুহুল আমিন (মোটরসাইকেল) ও সজীব মাহমুদ (হাতপাখা)।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন (মোটরসাইকেল) ও সজীব মাহমুদ (হাতপাখা)।

আর নির্বাচনী এলাকায় ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোনাজাত হোসেন (গোলাপ ফুল)। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেনসহ ওই তিন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন ও সজীব মাহমুদ জানান, জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাদে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

নৌকার প্রার্থীর লোকজন জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে নিচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানালে তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও পরবর্তীতে আবারও একই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই আমরা নির্বাচন বর্জন করছি।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোনাজাত হোসেন বলেন, ‘নৌকা প্রার্থীর লোকজন আধিপত্য বিস্তার করছে। তাঁরা জুড়ানপুর ইউনিয়নে কাউকে নির্বাচনে অংশ নিতে দেবে না। কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দিয়ে তাঁরা নৌকায় সিল মারছে। তাই আমি ভোট বর্জন করছি।’

জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ‘তিন প্রার্থী আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত