Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় ঝরল দুজনের প্রাণ

সাতকানিয়া ও কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৪: ৪২
সড়ক দুর্ঘটনায় ঝরল দুজনের প্রাণ

চট্টগ্রামের সাতকানিয়া ও কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গত শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সৌদিপ্রবাসী শফিকুল ইসলাম (৩২)। তিনি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ পুটিবিলা তাঁতীপাড়ার আজিজুর রহমানের ছেলে।

আহত হয়েছেন সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়ার আবদুল মাবুদের ছেলে মো. ফখরুদ্দীন (৩১)।

গত শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন ছদাহা ইউনিয়নের চারা বটতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শফিকুলের স্বজন এ এস এম দিদারুল আলম বলেন, শফিকুল ও ফখরুদ্দীন সৌদিপ্রবাসী। ৬ মাস আগে তাঁরা ছুটিতে দেশে আসেন। আগামী ১০ নভেম্বর তাঁদের বিদেশে চলে যাওয়ার কথা ছিল। গত শনিবার রাতে শফিকুল তাঁর বন্ধুর নতুন বাড়ি দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের চারা বটতল নামক স্থানে পৌঁছালে কক্সবাজারমুখী একটি গাড়ির ধাক্কা তাঁরা পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। আর ফখরুদ্দীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে।

এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে মিনিবাসের ধাক্কায় মো. আবুল কাশেম (৫২) নামে এক পথচারী মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম জুলধা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মিনিবাস আবুল কাশেমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিনিবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত