Ajker Patrika

নাসিরনগরের মেলায় শুঁটকি কেনা যায় ধান-চালেও

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৫: ০০
নাসিরনগরের মেলায় শুঁটকি কেনা যায় ধান-চালেও

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী কুলিকুণ্ডা গ্রামের শুঁটকি মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার থেকে উপজেলার সদরের কুলিকুণ্ডা গ্রামের দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এই মেলা শুরু হয়। করোনার কারণে গত দুই বছর মেলা না বসায় এবার মেলাকে ঘিরে রয়েছে মানুষের ব্যাপক আগ্রহ।

এই মেলার ব্যতিক্রমী ও অন্যতম দিক হলো মেলার প্রথম দিনে ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত চাল, ডাল, ধান ইত্যাদি পণ্যের বিনিময়ে শুঁটকি কেনা-বেচা হয়। পণ্য বিনিময় প্রথার ঐতিহ্য এই মেলার মাধ্যমে ধরে রেখেছেন। বিনিময়ের পাশাপাশি শুঁটকি বিক্রিও করেন তাঁরা। আলু, মরিচ, শিম ও ডাল দিয়ে বিনিময়ে নিয়ে যান শুঁটকি। দুই শতাধিক ধরনের শুঁটকির দোকান বসেছে এই মেলায়। খোঁজ নিয়ে জানা যায়, বাংলা পঞ্জিকার নিয়মানুযায়ী নববর্ষের দ্বিতীয় দিনে হিন্দুদের পয়লা বৈশাখ উপলক্ষে নিয়মিতভাবে প্রতিবছর এই মেলার আয়োজন হয়ে আসছে। স্থানীয় জেলেরা পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই ব্যতিক্রমধর্মী এ মেলা করে থাকেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, এই ঐতিহ্যবাহী মেলায় মানসম্মত শুঁটকি পাওয়া যায়। এসব শুঁটকিতে কোনো প্রকার বিষাক্ত কেমিক্যাল না থাকার কারণে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত