Ajker Patrika

একই কেন্দ্রে ভিন্ন দুই সেটে আলিম পরীক্ষা

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪: ২৪
একই কেন্দ্রে ভিন্ন দুই সেটে আলিম পরীক্ষা

কুড়িগ্রামে আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় (এইচএসসি সমমান) একই দিনে ইতিহাস বিষয়ে দুটি ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার এ ঘটনা ঘটে। এতে পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা।

জানা গেছে, আলিম শ্রেণির ইতিহাস বিষয়ে নির্ধারিত ‘গ’ সেটের (জমজম) সঙ্গে একই বিষয়ে ‘ঘ’ (জয়তুন) সেটে পরীক্ষা নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, ‘ভূরুঙ্গামারী উপজেলা ও ঢাকায় আমার বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা সবাই ‘গ’ সেটে পরীক্ষা দিয়েছে। কিন্তু আমাদের কেন্দ্রে ‘গ’ ও ‘ঘ’ সেটে পরীক্ষা নেওয়া হয়। শিক্ষকদের এমন ভুলে আমরা বিপদে পড়েছি। এ ঘটনার সমাধান না করা হলে আমাদের ক্ষতি হবে।’

কেন্দ্র সচিব মাওলানা নূর বখত বলেন, ‘বুধবারের ইতিহাস পরীক্ষা নির্ধারিত ‘গ’ সেটে নেওয়ার পাশাপাশি ভুলবশত কিছু শিক্ষার্থীকে ‘ঘ’ সেটে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কমিটি পরীক্ষা শেষে বিষয়টি বুঝতে পারে। তখন সংশোধনের কোনো উপায় ছিল না।

তবে আমি পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টির সমাধান চেয়ে মেইল করেছি। উভয় সেটে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। ফলে এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ নেই।’

কার অবহেলায় এ ধরনের ভুল হয়েছে জানতে চাইলে কেন্দ্রসচিব বলেন, ‘কেন্দ্রসচিব হিসেবে এ দায় প্রথমত আমার। কিন্তু পরীক্ষা পরিচালনা কমিটিরও দায় রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষক ও এক কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ তবে অভিযুক্ত শিক্ষকের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন এই কেন্দ্রসচিব।

জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) শামসুল আলম বলেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়। এ দায় কেন্দ্রসচিবের। ভুল সেটে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের রোল, রেজিস্ট্রেশন নম্বরসহ বিষয়টি বোর্ডকে লিখিতভাবে অবহিত করলে এ সমস্যার সমাধান হতে পারে।’

দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে ডিইও বলেন, ‘এত বড় একটা ঘটনা কিন্তু কেন্দ্রসচিব আমাকে কিছু জানাননি। পরীক্ষা কমিটির সভাপতি এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন।’

জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমি বিষয়টি অবগত নই। আমাকে জানানো হয়নি। বিষয়টি নিয়ে আমি কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত