কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় (এইচএসসি সমমান) একই দিনে ইতিহাস বিষয়ে দুটি ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার এ ঘটনা ঘটে। এতে পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা।
জানা গেছে, আলিম শ্রেণির ইতিহাস বিষয়ে নির্ধারিত ‘গ’ সেটের (জমজম) সঙ্গে একই বিষয়ে ‘ঘ’ (জয়তুন) সেটে পরীক্ষা নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, ‘ভূরুঙ্গামারী উপজেলা ও ঢাকায় আমার বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা সবাই ‘গ’ সেটে পরীক্ষা দিয়েছে। কিন্তু আমাদের কেন্দ্রে ‘গ’ ও ‘ঘ’ সেটে পরীক্ষা নেওয়া হয়। শিক্ষকদের এমন ভুলে আমরা বিপদে পড়েছি। এ ঘটনার সমাধান না করা হলে আমাদের ক্ষতি হবে।’
কেন্দ্র সচিব মাওলানা নূর বখত বলেন, ‘বুধবারের ইতিহাস পরীক্ষা নির্ধারিত ‘গ’ সেটে নেওয়ার পাশাপাশি ভুলবশত কিছু শিক্ষার্থীকে ‘ঘ’ সেটে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কমিটি পরীক্ষা শেষে বিষয়টি বুঝতে পারে। তখন সংশোধনের কোনো উপায় ছিল না।
তবে আমি পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টির সমাধান চেয়ে মেইল করেছি। উভয় সেটে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। ফলে এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ নেই।’
কার অবহেলায় এ ধরনের ভুল হয়েছে জানতে চাইলে কেন্দ্রসচিব বলেন, ‘কেন্দ্রসচিব হিসেবে এ দায় প্রথমত আমার। কিন্তু পরীক্ষা পরিচালনা কমিটিরও দায় রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষক ও এক কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ তবে অভিযুক্ত শিক্ষকের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন এই কেন্দ্রসচিব।
জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) শামসুল আলম বলেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়। এ দায় কেন্দ্রসচিবের। ভুল সেটে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের রোল, রেজিস্ট্রেশন নম্বরসহ বিষয়টি বোর্ডকে লিখিতভাবে অবহিত করলে এ সমস্যার সমাধান হতে পারে।’
দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে ডিইও বলেন, ‘এত বড় একটা ঘটনা কিন্তু কেন্দ্রসচিব আমাকে কিছু জানাননি। পরীক্ষা কমিটির সভাপতি এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন।’
জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমি বিষয়টি অবগত নই। আমাকে জানানো হয়নি। বিষয়টি নিয়ে আমি কথা বলব।’
কুড়িগ্রামে আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় (এইচএসসি সমমান) একই দিনে ইতিহাস বিষয়ে দুটি ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার এ ঘটনা ঘটে। এতে পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা।
জানা গেছে, আলিম শ্রেণির ইতিহাস বিষয়ে নির্ধারিত ‘গ’ সেটের (জমজম) সঙ্গে একই বিষয়ে ‘ঘ’ (জয়তুন) সেটে পরীক্ষা নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, ‘ভূরুঙ্গামারী উপজেলা ও ঢাকায় আমার বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা সবাই ‘গ’ সেটে পরীক্ষা দিয়েছে। কিন্তু আমাদের কেন্দ্রে ‘গ’ ও ‘ঘ’ সেটে পরীক্ষা নেওয়া হয়। শিক্ষকদের এমন ভুলে আমরা বিপদে পড়েছি। এ ঘটনার সমাধান না করা হলে আমাদের ক্ষতি হবে।’
কেন্দ্র সচিব মাওলানা নূর বখত বলেন, ‘বুধবারের ইতিহাস পরীক্ষা নির্ধারিত ‘গ’ সেটে নেওয়ার পাশাপাশি ভুলবশত কিছু শিক্ষার্থীকে ‘ঘ’ সেটে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কমিটি পরীক্ষা শেষে বিষয়টি বুঝতে পারে। তখন সংশোধনের কোনো উপায় ছিল না।
তবে আমি পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টির সমাধান চেয়ে মেইল করেছি। উভয় সেটে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। ফলে এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ নেই।’
কার অবহেলায় এ ধরনের ভুল হয়েছে জানতে চাইলে কেন্দ্রসচিব বলেন, ‘কেন্দ্রসচিব হিসেবে এ দায় প্রথমত আমার। কিন্তু পরীক্ষা পরিচালনা কমিটিরও দায় রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষক ও এক কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ তবে অভিযুক্ত শিক্ষকের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন এই কেন্দ্রসচিব।
জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) শামসুল আলম বলেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়। এ দায় কেন্দ্রসচিবের। ভুল সেটে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের রোল, রেজিস্ট্রেশন নম্বরসহ বিষয়টি বোর্ডকে লিখিতভাবে অবহিত করলে এ সমস্যার সমাধান হতে পারে।’
দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে ডিইও বলেন, ‘এত বড় একটা ঘটনা কিন্তু কেন্দ্রসচিব আমাকে কিছু জানাননি। পরীক্ষা কমিটির সভাপতি এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন।’
জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমি বিষয়টি অবগত নই। আমাকে জানানো হয়নি। বিষয়টি নিয়ে আমি কথা বলব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪