Ajker Patrika

যশোরে ১১১ কেন্দ্রে টিকাদান

যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ৪৯
যশোরে ১১১ কেন্দ্রে টিকাদান

যশোরে কমিউিনিটি ক্লিনিকে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে ক্লিনিকগুলোতে প্রতিদিন ন্যূনতম ৪০০ ডোজ করে টিকা দেওয়া হবে। প্রথম দিন জেলার ১১১টি ক্লিনিকে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ক্লিনিকেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘যশোরে মোট ২৮১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে প্রথম দিন থেকেই ১১১টি ক্লিনিকে টিকা কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা বাদবাকি ক্লিনিকগুলোকে প্রস্তুত করছি। দ্রুত সেগুলোতেও টিকাদান কার্যক্রম শুরু করা হবে।’

ডা. শেখ আবু শাহীন আরও জানান, যশোর জেলায় শুক্রবার পর্যন্ত ৮ লাখ ৯২ হাজার ৭২১ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ৭১৮ জন। এর মধ্যে সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ৬০ হাজার ২৭২ জন এবং ৩ লাখ ৮০ হাজার ৩৪৩ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘শুরুতে যশোরের মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ ছিল ধীরগতির। কিন্তু আমরা গণটিকা, পৌরসভা ও ইউনিয়ন কেন্দ্রিক টিকাদান কার্যক্রম চালিয়েছিলাম। এর মাধ্যমে অসংখ্য মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার কমিউনিটি ক্লিনিকে টিকাদানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত