Ajker Patrika

শঙ্কা ও উৎকণ্ঠায় আজ ভোট

পিরোজপুর ও মঠবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ২৯
শঙ্কা ও উৎকণ্ঠায় আজ ভোট

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পিরোজপুরের দুই উপজেলার পাঁচ ইউনিয়নে আজ বুধবার ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা, বড় মাছুয়া, টিকিকাটা ও দাউদখালী এবং ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন। ইতিমধ্যে ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া নির্বাচন কর্মকর্তা।

পাঁচ ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়েছে এসব কেন্দ্রে ইভিএম, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর কাজ। এসব ইউনিয়নে মোট ভোটার ৮৭ হাজার ২৭২ জন। তাঁদের মধ্যে ৪৪ হাজার ২৯৮ জন পুরুষ ও ৪২ হাজার ৯৭৪ জন নারী ভোটার। এসব ভোটার ৪৬টি কেন্দ্রের ২৪৩টি বুথে ভোট দেবেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত সদস্যপদে ৬৭ জন এবং সাধারণ সদস্যপদে ২৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এর মধ্যে মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে গত ১১ এপ্রিল প্রথম ধাপে ৬টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হওয়ায় পঞ্চম ধাপে চার ইউনিয়নে নির্বাচন হচ্ছে। বাকি এক ইউনিয়নের (মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ) মামলা জটিলতার কারণে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আজ মঠবাড়িয়ার অনুষ্ঠিতব্য চার ইউনিয়নে ৩৯ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৯ জনই স্বতন্ত্র প্রার্থী। চার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৪ ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের ৪ জন ছাড়াও দলীয় প্রতীকে জাতীয় পার্টি (এরশাদ) ১ এবং জাতীয় পার্টি (জেপি) থেকে ১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এদিকে বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে হাতপাখা, লাঙ্গল, বাই সাইকেল ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের মারধর, প্রচারে বাধা ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রার্থীরা সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরছেন। ভোট গ্রহণের দিন সুষ্ঠু ভোট নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জোর আশ্বাস দেওয়া হচ্ছে।

এ ছাড়া এলাকার হাট-বাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকান সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। আলোচনা-সমালোচনা থেকে পিছিয়ে নেই সাধারণ ভোটাররাও। তাঁদের মধ্যেও চলছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতিটি ইউনিয়নেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

যাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তাঁরা হলেন ২ নম্বর ধানীসাফা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার ও স্বতন্ত্র রফিকুল ইসলাম, ৪ নম্বর দাউদখালী ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত ও লাঙ্গল প্রতীকের সেকান্দার আলী খান, টিকিকাটা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার ও হাতপাখা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা এবং ১১ নম্বর বড়মাছুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আয়েশা আক্তার মনি ও বিদ্রোহ স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, ‘পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।’

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত