Ajker Patrika

‘এ বছর জলাবদ্ধতা হবে না’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০: ২২
‘এ বছর জলাবদ্ধতা হবে না’

কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডের নালায় চলছে কাদামাটি ও ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গতকাল সোমবার এ কাজ তদারকি করেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু। তিনি বলেন, ‘আশা করি, এ বছর জলাবদ্ধতা হবে না।’

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ২৭টি ওয়ার্ডে প্রায় ৪২২টি নালা পরিষ্কার ও ১০টি ভরাট হওয়া খাল খননকাজ শুরু করে কুমিল্লা সিটি করপোরেশন। এ সময়ের মধ্যেই অনেকগুলো নালা পরিষ্কার করা হয়েছে। বাকিগুলো পরিষ্কারের কাজ চলছে। এ ছাড়া অবৈধভাবে নালা দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

নালা ও খাল পরিষ্কারের অংশ হিসেবে গতকাল নগরীর ৪ নম্বর ওয়ার্ড কাপ্তান বাজার ব্যাপারী পুকুর পাড়নালা, ৫ নম্বর ওয়ার্ড রাজগঞ্জ লুতু ভূঁইয়া জুয়েলার্সের পেছনের নালা, ৬ নম্বর ওয়ার্ড জামতলা স্কুল গলির নালা, ৭ নম্বর ওয়ার্ড অশোকতলা বিসিক মোড় এবং রেললাইনের পাশে নালা, ৮ নম্বর ওয়ার্ড ঠাকুরপাড়া ফজিলাতুন্নেছা মডার্ন স্কুলের সামনের নালা, ১০ নম্বর ওয়ার্ড কান্দিরপাড় টাউন হল এবং দীপিকা সিনেমা হলের সামনের নালা, ১৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ চর্থা বড় পুকুর প্রাইমারি স্কুলের পশ্চিম দিকের গলির নালা, ১৬ নম্বর ওয়ার্ড টিক্কাচর নালা, ১৭ নম্বর ওয়ার্ড পাথুরিয়া পাড়া কবর স্থানের সামনের নালা, ১৮ নম্বর ওয়ার্ড নুরপুর চৌহমুনী নালা, ২১ নম্বর ওয়ার্ড শাকতলা নালা এবং মডার্ন হাসপাতালের সামনে খালসহ নগরীর বিভিন্ন নালা ও খালের মাটি ও ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ চলছে।

নগরীর টমছমব্রিজ এলাকার বাসিন্দা আশিকুর রহমান বলেন, ‘গেল বছর জাঙ্গালিয়া কান্দিখালটি ভরাট থাকায় তা দিয়ে পানি প্রবাহিত হতে পারেনি। এ কারণে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। আশা করি, এ বছর বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করবে সিটি করপোরেশন।’

রেসকোর্স এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মো. সেলিম মির্জা বলেন, ‘নগরী থেকে বৃষ্টির পানি বের হওয়ার সব খাল ও নালা পরিষ্কার করলেই আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না।’

কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. ইকরাম হোসেন ইকু বলেন, নগরীর ২৭ ওয়ার্ডে নালা ও খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে। এর মধ্যে কয়েকটি ওয়ার্ডের নালা পরিষ্কারের কাজ শেষ হয়েছে। বাকিগুলোতে কাজ চলছে। দুই/একদিনের মধ্যে আরও কিছু ওয়ার্ডের নালা পরিষ্কারের কাজ শেষ হবে। নগরীর সব নালা পরিষ্কার না হওয়া পর্যন্ত এ কাজ চলমান থাকবে।

মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘১৩ বছর ধরে আমি নালা ও খাল পরিষ্কারে সরাসরি তদারকি করে আসছি যাতে নগরে জলাবদ্ধতার সৃষ্টি না হয়। গত বছর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাজ করতে গিয়ে নগরী থেকে পানি বের হওয়ার প্রধান খাল কান্দি খালটি ভরাট করে ফেলে। এই কারণে নগরীর কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়। আশা করি, এ বছর এমন হবে না। সব খাল খনন ও নালা পরিষ্কার করা হচ্ছে। পরিপূর্ণ কাজ যাতে হয় সে জন্য শ্রমিকদের সঙ্গে দাঁড়িয়ে কাজের তদারকি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত