Ajker Patrika

২২ ইউপিতে আ.লীগ প্রার্থী চূড়ান্ত

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ০৮
২২ ইউপিতে আ.লীগ প্রার্থী চূড়ান্ত

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের সদর, বিরল, ঘোড়াঘাট ও বীরগঞ্জে ২২ ইউনিয়নে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত ১ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সদর উপজেলার ১০ ইউপি প্রার্থীরা হলেন ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নে মো. কাসেম আলী, ২ নম্বর সুন্দরবন ইউনিয়নে অশোক কুমার রায়, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নে অভিজিত বসাক, ৪ নম্বর শেখপুরা ইউনিয়নে মো. মমিনুল ইসলাম, ৫ নম্বর শশরা ইউনিয়নে মো. মোয়াজ্জেম হোসেন, ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে মো. মোস্তফা কামাল, ৭ নম্বর উথরাইল ইউনিয়নে মো. আনিসুর রহমান, ৮ নম্বর শংকরপুর ইউনিয়নে মো. ইসাহাক আলী, ৯ নম্বর আস্করপুর ইউনিয়নে মো. মোশারফ হোসেন এবং ১০ নম্বর কমলপুর ইউনিয়নে মো. আহাচান হাবীব সরকার।

বিরলে ৩ নম্বর ধামইর ইউনিয়নে মো. মোসলেম উদ্দীন, ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নে মো. ওয়াহেদ আলী, ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নে মো. মামুনুর রশীদ মামুন, ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নে শ্রী সাবুল চন্দ্র সরকার, ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নে মো. সেরাজুল ইসলাম ও ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নে মো. আল্লামা আজাদ ইকবাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত