Ajker Patrika

তিন যুগ পর মা-বাবার কাছে হাসিনা আক্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
তিন যুগ পর মা-বাবার কাছে হাসিনা আক্তার

৩৬ বছর আগে ৬ বছর বয়সে মায়ের হাতে মার খেয়ে বাড়ি থেকে কিছুটা দূরে দাদার বাড়িতে চলে যায় হাসিনা আক্তার। দাদার বাড়ি থেকে চলে যান ভোলার বোরহান উদ্দিন উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাটে। সেখান থেকে লঞ্চে করে চলে আসে সদরঘাটে ৷

পরে কীভাবে বাড়ি যাবেন তা ভেবে কান্না শুরু করেন। হাসিনাকে কাঁদতে দেখেন কেরানীগঞ্জ বরশুরা বাজার এলাকার হাসিম উদ্দিন। নাম ঠিকানা বলতে না পারায় নিজের কাছে রেখে দেন তিনি। এভাবেই লালন পালন করে বড় করেন।

১৪ বছর বয়সে হাসিনাকে বিয়ে দেন নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের ফজলুর রহমানের সঙ্গে। যারা লালন পালন করে বিয়ে দেন, কিছু দিন পর তারা মারা যান। বর্তমানে হাসিনা আক্তার (৪০) ৬ সন্তানের জননী।

গত ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আপন ঠিকানা’ নামের একটি অনুষ্ঠানে হাসিনা আক্তার নিজের হারিয়ে যাওয়া ঘটনা বর্ণনা দেন।

পরে ঘটনা জানতে পেরে গত সোমবার খোরশেদ আলম নিজ মেয়ে, জামাই ও নানি নাতনিকে দেখতে নান্দাইলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত