Ajker Patrika

বিজয়ের মাসে পতাকা ফেরি চেতনা জাগায় মানুষের

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৬: ১১
বিজয়ের মাসে পতাকা ফেরি চেতনা জাগায় মানুষের

‘লাল-সবুজের পতাকা আমাদের মনে করে দেয় মহান মুক্তিযুদ্ধের কথা। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। লাল সবুজের পতাকা আমাদের অহংকার। ছোট ভাগনের জন্য পতাকা নিলাম। ছোটদের হাতে পতাকা তুলে দিলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের জানার আগ্রহ বাড়বে।’ কলেজ শিক্ষার্থী মাফুজ আহমেদ পতাকা হাতে নিয়ে এসব কথা বলেন।

আজ ১৬ ডিসেম্বর পালিত হবে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। সেই অপেক্ষায় পুরো দেশবাসী। সারা দেশজুড়ে উড়বে জাতীয় পতাকা। বিজয়ের মাস এলেই লাল-সবুজ ফেরিওয়ালাদের পতাকা বিক্রির ধুম পড়ে। এই সময় ফেরিওয়ালাদের হাতে থাকে বিজয়ের নিশান বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

গতকাল সরেজমিন ঘুরে দেখা যায়, পতাকা হাতে ফেরিওয়ালাদের পথচলা এক মুগ্ধকর দৃশ্য। বিজয়ের মাসে ফেরিওয়ালারা রাস্তায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছে। তাঁদের দেখে পতাকা কিনতে ক্রেতারাও ভিড় করছেন। যার যার চাহিদা অনুযায়ী নিচ্ছেন পতাকা।

মাদারীপুরের শিবচর উপজেলার চরকামার কান্দি গ্রামের মো. হাফিজুর ইসলাম (২২) এসেছেন পতাকা বিক্রি করতে। তিনি বলেন, ‘আমার পরিবার দরিদ্র হওয়াতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছি। পরে সংসারের হাল ধরতে হয়। সারা বছর রঙের কাজ করি। বিজয় মাস এলেই রঙের কাজ বাদ দিয়ে জাতীয় পতাকা বিক্রি করতে বিভিন্ন এলাকায় ছুটে যাই। শিবচর থেকে পতাকা বিক্রি করতে করতে ধনবাড়ী উপজেলায় এসেছি।’

ধনবাড়ীর বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী বলেন, ‘দেশের জন্য নিজের জীবন বাঁজি রেখে এ দেশকে স্বাধীন করেছি। লাল-সবুজের পতাকাই আমাদের মনে করে দেয় বিজয়ের কথা। লাল-সবুজের পতাকা মানুষের মধ্যে বিজয়ের চেতনা জাগিয়ে তুলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত