Ajker Patrika

ফরম পূরণের সুযোগ বঞ্চিদের

দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ০৭
ফরম পূরণের সুযোগ বঞ্চিদের

২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৬০ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী ফরম পূরণ করেনি।

বোর্ড বলছে, করোনাকালীন বিভিন্ন সংকটের কারণে এ বিপুলসংখ্যক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। তাই তাদের সুযোগ দিতে চায় তারা। বোর্ড জানায়, পরীক্ষার ১০ থেকে ১২ দিন আগ পর্যন্ত নিজ প্রতিষ্ঠানে গিয়ে আবেদন করতে পারবে শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। ২০২১ সালে এসএসসি পরীক্ষার জন্য কুমিল্লা বোর্ডে রেজিস্ট্রেশন করেছিল ২ লাখ ৩৪ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষার জন্য ফরম পূরণ করেনি ৩৫ হাজার ৪৯১ জন। এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ১ লাখ ৪১ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ফরম পূরণ করেনি ২৪ হাজার ৯৯৪ জন।

নগরীর সংরাইশ সালেহা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন মোল্লা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত ও অনিয়মিত ১৫০ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ১২৭ জন ফরম পূরণ করেছে। আর ২৩ জনের মধ্যে অনেকের বিবাহ হয়ে গেছে।

আবার অনেকেই অর্থনৈতিক সংকটের কারণে ফরম পূরণ করতে পারেনি। প্রতিষ্ঠানপ্রধান হিসেবে আমি ব্যক্তিগত অর্থ দিয়ে অসহায় ১০ জন শিক্ষার্থীর ফরম পূরণ করে দিয়েছি।’

ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাসলিমা আক্তার বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষায় তাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিল ৯৯ জন। পরীক্ষা দেবে ৬৬ জন। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নিয়তি ক্লাস হয়নি। তাই তারা পরীক্ষা দিতে উদ্বুদ্ধ হচ্ছে না। আবার অনেকের বিবাহ হয়ে গেছে।’

কুমিল্লা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক জামাল নাসের আজকের পত্রিকাকে বলেন, করোনাকালে অনেক অভিভাবক শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। আর পরীক্ষায় অংশ না নেওয়া একটি বড় অংশ হচ্ছে মেয়েরা। অভিভাবকেরা তাদের বিবাহ দিয়ে দিয়েছেন। এ অবস্থায় তাদের টেনে এনে পরীক্ষার সুযোগ দিলে তারা একটা সনদ পাবে। পরে তারা কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত হবে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান বলেন, নির্বাচনী পরীক্ষা না থাকা সত্ত্বেও চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাদ পড়েছে ১৬ শতাংশ শিক্ষার্থী। নির্বাচনী পরীক্ষা না থাকায় সবার ফরম পূরণ করার কথা ছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, করোনা মহামারি প্রভাব শিক্ষা খাতে বেশি পড়েছে। এ কারণে মন্ত্রণালয় চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বাদ দেয়। এরপরও অনেকেই ফরম পূরণ করতে পারিনি। তাই শিক্ষার্থীরা চাইলে দ্বিতীয় সুযোগ দেবে কুমিল্লা শিক্ষা বোর্ড।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, করোনাকাল অনেকে শিক্ষার্থীর পরিবার বাসস্থান পরিবর্তন, চাকরিচ্যুতসহ নানা অর্থনৈতিক সংকট পড়েছিল। এ কারণে এবার পরীক্ষার্থী একটু কম। তবে এসব কারণে কেউ যদি পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারে, তাদের আবার সুযোগ দেওয়া হবে। পরীক্ষায় ১০ থেকে ১২ দিন আগ পর্যন্ত আবেদন করলেও তারা সুযোগ পাবে। আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফরম পূরণের আবেদন করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত