Ajker Patrika

নির্বাচনী সহিংসতা থানায় ৮ মামলা

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ২৪
নির্বাচনী সহিংসতা থানায় ৮ মামলা

গাইবান্ধা সদর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় পরাজিত চেয়ারম্যান, সদস্য প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ তথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান মাসুদ জানান, সদর থানায় আটটি মামলা হলেও ইউপি সদস্য আবদুর রউফ হত্যা মামলাটি পারিবারিক ঘটনা। অপর একটি মামলা হয়েছে গিদারী ইউপির জয়ী চেয়ারম্যানের ওপর হামলা, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার ভাঙচুরের ঘটনায়। এ ছাড়া দক্ষিণ ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশামত মালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ ছয়টি কেন্দ্রে হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহতসহ একাধিক অভিযোগে পৃথক ছয়টি মামলা করেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত ১২ নভেম্বর রাতে লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আবদুর রউফ সরকারকে পিটিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা।

এ ছাড়া ফল ঘোষণাকে কেন্দ্র করে দক্ষিণ ধানঘড়া ভোটকেন্দ্রে হামলা-সংঘর্ষের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর মারা যান বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের হামিদুল ইসলাম নামে এক ব্যক্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত