চারঘাট প্রতিনিধি
চারঘাট উপজেলায় কার্ডের মাধ্যমে আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। উপজেলার ১০ হাজার ৫৫৭টি পরিবার পাবে এই কার্ড। আজ থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও গতকাল সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উপকারভোগীর কাছে কার্ড পৌঁছায়নি। ফলে নির্ধারিত দিনে টিসিবির পণ্য পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এদিকে টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ড ছাড়া তারা পণ্য বিক্রি করবে না। ওয়ার্ড ও ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বা ভোটার ছাড়া কার্ড দিচ্ছেন না জনপ্রতিনিধিরা। এতে অনেক দরিদ্র পরিবার কার্ড পাচ্ছে না। এ ছাড়া দরিদ্র পরিবারের তুলনায় কার্ডও কম। ফলে অনেক পরিবার টিসিবির স্বল্পমূল্যের পণ্য থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ক্ষেত্রে কার্ডের পাশাপাশি খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, আজ থেকে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হবে, চলবে ২৭ মার্চ পর্যন্ত। প্রথম ধাপে কার্ডধারীরা প্রত্যেকে ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল পাবেন। চারঘাট উপজেলায় চারজন ডিলার থাকবেন।
টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. শাহিদুল ইসলাম বলেন, প্রথম ধাপের প্রতিটি পণ্য চলে এসেছে। ডিলারদের সঙ্গেও কথা হয়েছে। নির্ধারিত সময়ে প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে ট্রাকে করে পণ্য বিক্রি করা যাবে। পণ্য বিক্রি ও ডিলার নিয়োগের দায়িত্ব টিসিবির। তালিকা তৈরি ও মনিটরিংয়ের দায়িত্ব উপজেলার সংশ্লিষ্ট কমিটির। এ জন্য কার্ড বিতরণ দেরি হলেও পণ্য বিক্রি কার্যক্রমও পিছিয়ে যেতে পারে।
তবে নির্ধারিত সময়ের আগে টিসিবির কার্ড হাতে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন উপকারভোগীরা।
চারঘাট পৌরসভার বাসিন্দা মতিউর রহমান গতকাল বলেন, ‘টিসিবির পণ্য ১০ মার্চ দেওয়ার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ১৫ মার্চ করা হয়। আজ ১৪ মার্চ। কার্ড হাতে পাইনি। সত্যিই টিসিবির পণ্য বিক্রি শুরু হবে কি না বুঝতেছি না।’
টিসিবির তালিকার বিষয়ে নাগরিক সমাজের সদস্য সাইফুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিদের তালিকা নিয়ে সব সময়ই প্রশ্ন তৈরি হয়। অনেক ক্ষেত্রেই প্রকৃত অসহায় ও দরিদ্ররা বাদ পড়ে যান। এ ছাড়া দরিদ্র পরিবারের তুলনায় কার্ড কম। এ জন্য কার্ডধারীদের পাশাপাশি খোলা ট্রাকে প্রতিটি ওয়ার্ডে আরও বেশি করে পণ্য বিক্রি করা প্রয়োজন।
চারঘাটের টিসিবির নিয়োগপ্রাপ্ত ডিলার হেদায়েতুল ইসলাম বলেন, ‘আমরা পণ্য বিক্রির বরাদ্দ পেয়ে গেছি। এখন প্রশাসনের নির্দেশনা পেলে বিক্রি শুরু হবে। তবে কার্ড ছাড়া কোনো পণ্য আমরা বিক্রি করতে পারব না।’
টিসিবির কার্ডের বিষয়ে চারঘাট পৌর সচিব রবিউল ইসলাম বলেন, ‘আমরা উপকারভোগীদের কার্ড হাতে পেয়েছি। কীভাবে বিতরণ করব, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। পণ্য বিক্রি শুরুর আগেই খুব কম সময়ে কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।’
চারঘাট উপজেলায় কার্ডের মাধ্যমে আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। উপজেলার ১০ হাজার ৫৫৭টি পরিবার পাবে এই কার্ড। আজ থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও গতকাল সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উপকারভোগীর কাছে কার্ড পৌঁছায়নি। ফলে নির্ধারিত দিনে টিসিবির পণ্য পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এদিকে টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ড ছাড়া তারা পণ্য বিক্রি করবে না। ওয়ার্ড ও ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বা ভোটার ছাড়া কার্ড দিচ্ছেন না জনপ্রতিনিধিরা। এতে অনেক দরিদ্র পরিবার কার্ড পাচ্ছে না। এ ছাড়া দরিদ্র পরিবারের তুলনায় কার্ডও কম। ফলে অনেক পরিবার টিসিবির স্বল্পমূল্যের পণ্য থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ক্ষেত্রে কার্ডের পাশাপাশি খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, আজ থেকে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হবে, চলবে ২৭ মার্চ পর্যন্ত। প্রথম ধাপে কার্ডধারীরা প্রত্যেকে ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল পাবেন। চারঘাট উপজেলায় চারজন ডিলার থাকবেন।
টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. শাহিদুল ইসলাম বলেন, প্রথম ধাপের প্রতিটি পণ্য চলে এসেছে। ডিলারদের সঙ্গেও কথা হয়েছে। নির্ধারিত সময়ে প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে ট্রাকে করে পণ্য বিক্রি করা যাবে। পণ্য বিক্রি ও ডিলার নিয়োগের দায়িত্ব টিসিবির। তালিকা তৈরি ও মনিটরিংয়ের দায়িত্ব উপজেলার সংশ্লিষ্ট কমিটির। এ জন্য কার্ড বিতরণ দেরি হলেও পণ্য বিক্রি কার্যক্রমও পিছিয়ে যেতে পারে।
তবে নির্ধারিত সময়ের আগে টিসিবির কার্ড হাতে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন উপকারভোগীরা।
চারঘাট পৌরসভার বাসিন্দা মতিউর রহমান গতকাল বলেন, ‘টিসিবির পণ্য ১০ মার্চ দেওয়ার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ১৫ মার্চ করা হয়। আজ ১৪ মার্চ। কার্ড হাতে পাইনি। সত্যিই টিসিবির পণ্য বিক্রি শুরু হবে কি না বুঝতেছি না।’
টিসিবির তালিকার বিষয়ে নাগরিক সমাজের সদস্য সাইফুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিদের তালিকা নিয়ে সব সময়ই প্রশ্ন তৈরি হয়। অনেক ক্ষেত্রেই প্রকৃত অসহায় ও দরিদ্ররা বাদ পড়ে যান। এ ছাড়া দরিদ্র পরিবারের তুলনায় কার্ড কম। এ জন্য কার্ডধারীদের পাশাপাশি খোলা ট্রাকে প্রতিটি ওয়ার্ডে আরও বেশি করে পণ্য বিক্রি করা প্রয়োজন।
চারঘাটের টিসিবির নিয়োগপ্রাপ্ত ডিলার হেদায়েতুল ইসলাম বলেন, ‘আমরা পণ্য বিক্রির বরাদ্দ পেয়ে গেছি। এখন প্রশাসনের নির্দেশনা পেলে বিক্রি শুরু হবে। তবে কার্ড ছাড়া কোনো পণ্য আমরা বিক্রি করতে পারব না।’
টিসিবির কার্ডের বিষয়ে চারঘাট পৌর সচিব রবিউল ইসলাম বলেন, ‘আমরা উপকারভোগীদের কার্ড হাতে পেয়েছি। কীভাবে বিতরণ করব, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। পণ্য বিক্রি শুরুর আগেই খুব কম সময়ে কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫