Ajker Patrika

২৪০০ জন পাচ্ছেন প্রধানমন্ত্রীর কম্বল

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৪: ৩৯
২৪০০ জন পাচ্ছেন প্রধানমন্ত্রীর কম্বল

বান্দরবানের গরিব অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বছর ২ হাজার ৪০০ কম্বল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গতকাল বুধবার বান্দরবান পৌরসভার ১৫০ ও সদর উপজেলার ৫০ জনসহ মোট ২০০ জনকে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকিদের মাঝেও কম্বল বিতরণ করা হবে।

গতকাল বুধবার সকাল ১০টায় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

বিভাগীয় কমিশনার কামরুল হাসান বলেছেন, ‘প্রধানমন্ত্রী গরিব ও অসহায় মানুষের পাশে সব সময় রয়েছেন, তাঁদের দুঃখ কষ্টেও সেবার মনোভাব নিয়ে কাজ করেন। তাই শীত আসার আগই গরিব অসহায় মানুষ যাতে কষ্ট না পায় এ জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে তাঁদের কম্বল পৌঁছে দিচ্ছেন।’

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এতে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক নবাব আসলাম হাবিব ও বান্দরবান পৌরসভার মহিলা কাউন্সিলর এমেচিং মারমা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত