নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক দিন আগে শেষ হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কোরিয়ান তিরন্দাজরা তির ছুড়ছেন আর একরাশ মুগ্ধতা নিয়ে চেয়ে আছেন ভারতীয় খেলোয়াড়েরা। ভারতের এক কোচের উক্তি, ‘কোরিয়ার সাইড বেঞ্চে যেসব খেলোয়াড় আছে, তাদের দিয়ে অনায়াসে একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা সম্ভব।’
বর্তমান আর্চারিতে সাফল্যের উদাহরণ হিসেবে যেসব দেশের নাম সবার আগে আসে, কোরিয়া তার একটি। এবারের টোকিও অলিম্পিকে আর্চারির পাঁচ ইভেন্টের চারটিতেই সোনা জিতেছে কোরিয়া। স্বর্ণপ্রসবা খেলা হওয়ায় কোরিয়ান তিরন্দাজদের পরিচর্যাটাও হয় সরকারি উদ্যোগে। অথচ জাতীয় খেলা হওয়ার পরও আর্চারি একটা সময় উপেক্ষিত ছিল কোরিয়ায়। আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যে আর্চারি নিয়ে বদলেছে কোরিয়ান সরকারের দৃষ্টিভঙ্গি। ফুটবল জনপ্রিয় দেশে আর্চারিকে দেওয়া হয় আলাদা গুরুত্ব।
বিশ্বমানের অনুশীলন আর মাসের পর মাস আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যস্ত থাকা কোরিয়ানদের কাছেই গত পরশু এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিশ্র দ্বৈতে সোনা হারিয়েছেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। হারলেও শেষ সেটে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইটা রুবেল-দিয়াকে একই সঙ্গে যেমন দিয়েছে তৃপ্তি, তেমনি বাড়িয়েছে আক্ষেপও। সর্বশেষ কয়েক বছরে টানা সাফল্য এনে দেওয়া আর্চারিতে কোরিয়ানদের মতো করে বাংলাদেশ সরকারও যদি নজর দেয়, তাহলে সাফল্যের পাল্লাটা ভারী হবে, এমনটাই বলছিলেন তিরন্দাজেরা।
দিয়াদের এই দাবিদাওয়া সরকারের কাছ থেকে আদায় করার দায়িত্ব আর্চারি ফেডারেশনের। যদিও ফেডারেশন বলছে ভিন্ন কথা। ফেডারেশন সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের দাবি, সরকারের কাছ থেকে যথেষ্টই পাচ্ছেন তাঁরা। তিনি বললেন, ‘সরকার কদিকে তাকাবে? ছোট কিছু ফেডারেশন বাদে প্রায় সব ফেডারেশন কোটি টাকার ওপরে পেয়েছে। আমরাও পেয়েছি।’ তিরন্দাজদের আর্থিক সচ্ছলতার দিকটি আরও উন্নত করা যেত কি না, এমন প্রশ্নের জবাবে আজকের পত্রিকাকে চপল বলেছেন, ‘টাকা থাকলেই সব হয় না। টাকার মানদণ্ড বিচার করলে আজ কুয়েত-সৌদি আরব সব পদক জিতে যেত। আমরা যদি ভালো ফল করি, সরকার আমাদের দেবে।’
ফেডারেশন সভাপতির দাবির উল্টোপিঠে একরাশ ক্ষোভ আছে তিরন্দাজদের। নাম প্রকাশে এক তিরন্দাজ বললেন, ‘ফেডারেশন কি তিরন্দাজদের বেতন দিচ্ছে? দু-একজনের হয়তো সরকারি চাকরি আছে, সেটাও ছোট পদে। বাকিদের কী হবে? তরুণেরা হয়তো আসছে। তবে কিছুদিনের মধ্যেই তাদের মোহভঙ্গ হচ্ছে। সাফল্য দিয়ে যদি জীবিকা নির্বাহ না করা যায়, এ সাফল্য দিয়ে কী লাভ?’
এক দিন আগে শেষ হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কোরিয়ান তিরন্দাজরা তির ছুড়ছেন আর একরাশ মুগ্ধতা নিয়ে চেয়ে আছেন ভারতীয় খেলোয়াড়েরা। ভারতের এক কোচের উক্তি, ‘কোরিয়ার সাইড বেঞ্চে যেসব খেলোয়াড় আছে, তাদের দিয়ে অনায়াসে একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা সম্ভব।’
বর্তমান আর্চারিতে সাফল্যের উদাহরণ হিসেবে যেসব দেশের নাম সবার আগে আসে, কোরিয়া তার একটি। এবারের টোকিও অলিম্পিকে আর্চারির পাঁচ ইভেন্টের চারটিতেই সোনা জিতেছে কোরিয়া। স্বর্ণপ্রসবা খেলা হওয়ায় কোরিয়ান তিরন্দাজদের পরিচর্যাটাও হয় সরকারি উদ্যোগে। অথচ জাতীয় খেলা হওয়ার পরও আর্চারি একটা সময় উপেক্ষিত ছিল কোরিয়ায়। আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যে আর্চারি নিয়ে বদলেছে কোরিয়ান সরকারের দৃষ্টিভঙ্গি। ফুটবল জনপ্রিয় দেশে আর্চারিকে দেওয়া হয় আলাদা গুরুত্ব।
বিশ্বমানের অনুশীলন আর মাসের পর মাস আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যস্ত থাকা কোরিয়ানদের কাছেই গত পরশু এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিশ্র দ্বৈতে সোনা হারিয়েছেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। হারলেও শেষ সেটে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইটা রুবেল-দিয়াকে একই সঙ্গে যেমন দিয়েছে তৃপ্তি, তেমনি বাড়িয়েছে আক্ষেপও। সর্বশেষ কয়েক বছরে টানা সাফল্য এনে দেওয়া আর্চারিতে কোরিয়ানদের মতো করে বাংলাদেশ সরকারও যদি নজর দেয়, তাহলে সাফল্যের পাল্লাটা ভারী হবে, এমনটাই বলছিলেন তিরন্দাজেরা।
দিয়াদের এই দাবিদাওয়া সরকারের কাছ থেকে আদায় করার দায়িত্ব আর্চারি ফেডারেশনের। যদিও ফেডারেশন বলছে ভিন্ন কথা। ফেডারেশন সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের দাবি, সরকারের কাছ থেকে যথেষ্টই পাচ্ছেন তাঁরা। তিনি বললেন, ‘সরকার কদিকে তাকাবে? ছোট কিছু ফেডারেশন বাদে প্রায় সব ফেডারেশন কোটি টাকার ওপরে পেয়েছে। আমরাও পেয়েছি।’ তিরন্দাজদের আর্থিক সচ্ছলতার দিকটি আরও উন্নত করা যেত কি না, এমন প্রশ্নের জবাবে আজকের পত্রিকাকে চপল বলেছেন, ‘টাকা থাকলেই সব হয় না। টাকার মানদণ্ড বিচার করলে আজ কুয়েত-সৌদি আরব সব পদক জিতে যেত। আমরা যদি ভালো ফল করি, সরকার আমাদের দেবে।’
ফেডারেশন সভাপতির দাবির উল্টোপিঠে একরাশ ক্ষোভ আছে তিরন্দাজদের। নাম প্রকাশে এক তিরন্দাজ বললেন, ‘ফেডারেশন কি তিরন্দাজদের বেতন দিচ্ছে? দু-একজনের হয়তো সরকারি চাকরি আছে, সেটাও ছোট পদে। বাকিদের কী হবে? তরুণেরা হয়তো আসছে। তবে কিছুদিনের মধ্যেই তাদের মোহভঙ্গ হচ্ছে। সাফল্য দিয়ে যদি জীবিকা নির্বাহ না করা যায়, এ সাফল্য দিয়ে কী লাভ?’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫