Ajker Patrika

এসএসসি পরীক্ষার্থী তন্ময় তপু হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ১৩
এসএসসি পরীক্ষার্থী তন্ময় তপু হত্যা

চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান চলাকালে এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় তপুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন তার ভাই আলিহীম মাসুদ। এর মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামির করা হয়। প্রধান আসামি করা হয় এক কিশোরকে (১৭)।

গ্রেপ্তার করা যুবকের নাম সুমন ওরফে রগকাটা সুমন (২৮)। তাঁর বাড়ি শহরের ফার্ম পাড়া এলাকায়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত রোববার সহপাঠীদের সঙ্গে স্কুলের বিদায় অনুষ্ঠানে গিয়েছিল তপু। পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী একাডেমি স্কুল প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান চলাকালেই তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সে পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে।

তপুর সহপাঠীরা জানায়, রোববার সকাল থেকে স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠানে অংশ নেয় ওই স্কুলের ছাত্র তপু। এ সময় কে বা কারা তপুকে স্কুলের এক কোনায় ডেকে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে তার বন্ধুরা টের পেয়ে সেখান থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তপুর সঙ্গে তারই আরেক সহপাঠীর বিরোধ ছিল। এর জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার করা সুমন ওরফে রগকাটা সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত