গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ফরিদপুরের পদ্মায় ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ৫২ হাজার টাকায় বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৮টার দিকে ফরিদপুর পদ্মা নদীর সিঅ্যান্ডবি ঘাট নামক এলাকা থেকে স্থানীয় জেলে মণি হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে মণির হালদার মাছটি বিক্রির জন্য মোবাইলে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহানকে ফোন করেন। মোবাইল ফোনে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘কাতল মাছটি সরাসরি জেলের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে কিনেছি। পরবর্তীতে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার টাকা কেজি দরে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করেছি।’
জেলে মণির হালদার বলেন, ‘আমরা গতকাল বৃহস্পতিবার বিকেলে মাছ ধরতে নদীতে যাই। সকাল সকাল ৯টার দিকে জাল তুলতেই দেখি বড় এই কাতল মাছটি আটকা পড়েছে। অনেকদিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে।’ মাছটির ভালো দামও পেয়েছেন বলে তিনি জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, ‘মিঠা পানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে বেশি।
আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যাবে।’
ফরিদপুরের পদ্মায় ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ৫২ হাজার টাকায় বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৮টার দিকে ফরিদপুর পদ্মা নদীর সিঅ্যান্ডবি ঘাট নামক এলাকা থেকে স্থানীয় জেলে মণি হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে মণির হালদার মাছটি বিক্রির জন্য মোবাইলে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহানকে ফোন করেন। মোবাইল ফোনে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘কাতল মাছটি সরাসরি জেলের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে কিনেছি। পরবর্তীতে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার টাকা কেজি দরে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করেছি।’
জেলে মণির হালদার বলেন, ‘আমরা গতকাল বৃহস্পতিবার বিকেলে মাছ ধরতে নদীতে যাই। সকাল সকাল ৯টার দিকে জাল তুলতেই দেখি বড় এই কাতল মাছটি আটকা পড়েছে। অনেকদিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে।’ মাছটির ভালো দামও পেয়েছেন বলে তিনি জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, ‘মিঠা পানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে বেশি।
আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যাবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫