Ajker Patrika

আমনে পোকার আক্রমণ

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭: ০১
আমনে পোকার আক্রমণ

পুঠিয়ায় রোপা আমন ধানে বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিয়েছে। আক্রমণ ঠেকাতে জমিতে বিভিন্ন ওষুধ ব্যবহার করেও সুফল পাচ্ছেন না চাষিরা। এতে চরম হতাশার মধ্যে পড়েছেন তাঁরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার পোকার আক্রমণ তুলনামূলক বেড়ে গেছে। তবে সঠিক নিয়মে পরিচর্যা করলে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা সম্ভব।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৬ হাজার ১০০ হেক্টর জমিতে রোপা-আমন রোপণ করা হয়েছে। প্রাথমিকভাবে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৩০০ মেট্রিক টন। গত মৌসুমে উপজেলায় মোট ধান রোপণ করা হয়েছিল ৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে। চাল উৎপাদন হয়েছিল ২১ হাজার ১৫০ মেট্রিক টন।

জিউপাড়া এলাকার চাষি তোফাজ্জল হোসেন জানান, এবার ৭ বিঘা জমিতে রোপা-আমন ধান লাগিয়েছেন। ১০ দিন ধরে জমিতে বিভিন্ন পোকার আক্রমণ বেড়ে গেছে। এর মধ্যে হোপার ও কারেন্ট পোকার আক্রমণ বেশি। এতে ধানখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন প্রতিষেধক প্রয়োগ করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া বলেন, সঠিক নিয়ম ও মাত্রায় ওষুধ প্রয়োগ করলে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করা সম্ভব। উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে চাষিদের পরামর্শ দিচ্ছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত