Ajker Patrika

ঘটনাস্থল পরিদর্শন সাংসদ ও মেয়রের

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১: ১৬
ঘটনাস্থল পরিদর্শন সাংসদ ও মেয়রের

পটুয়াখালী পৌর নিউমার্কেটে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ও স্থানীয় আওয়ামী লীগে নেতা-কর্মী। এরপর গতকাল শুক্রবার সরেজমিনে পরিদর্শন করেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদসহ পৌরসভার কর্মকর্তারা। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।

গত বৃহস্পতিবার বিকেলে সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের নগদ এক লাখ টাকা সহায়তা দেন। সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা বলেন, ‘পটুয়াখালী নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয় আমি একান্ত ব্যক্তিগত কাজে বরিশালে ছিলাম। বরিশাল থেকে এসেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করি। তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা দিয়েছি। বাণিজ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহযোগিতা এনে দেওয়ার আশ্বাস দিয়েছি।’

অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনকালে সাংসদের সঙ্গে ছিলেন, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল খান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, জেলা যুবলীগের নেতা হাফিজুর রহমান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মানিক হাওলাদার, মোস্তফা শিকদার, মো. রিপন, বিমল মাঝি প্রমুখ।

শুক্রবার সকালে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিউমার্কেটে অগ্নিকাণ্ডের এলাকা পরিদর্শন করেন। নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে পটুয়াখালী পৌরসভা ও পটুয়াখালী চেম্বার অব কমার্স যৌথভাবে কাজ করবে বলে জানান মেয়র।

মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে পুনরায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য করতে পারেন, তাঁর ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাধ্যমতো আর্থিক সহায়তা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত