Ajker Patrika

আন্দোলনের পথেই হাঁটছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ০৭
আন্দোলনের পথেই   হাঁটছে বিএনপি

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনো ঝুঁকির মধ্যে আছেন। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দেশের চিকিৎসাব্যবস্থা যথেষ্ট নয় বলে বরাবরের মতোই তাঁকে বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। বিপরীতে খালেদাকে দেশের বাইরে পাঠানোর বিষয়ে অবস্থান বদলায়নি সরকার। এই অবস্থায় তাঁর মুক্তি ও দেশের বাইরে চিকিৎসার দাবিতে আন্দোলনের পথেই হাঁটছে বিএনপি।

১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দেশের বাইরে চিকিৎসার জন্য ১১ নভেম্বর সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করে তাঁর পরিবার। গত রোববার বিএনপির সাংসদেরা মানববন্ধন করে এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান। এ দিন পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও খালেদার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করা হয়। কোনো আবেদনে সাড়া না পাওয়ায় নতুন কর্মসূচি নিয়ে বড় আন্দোলনের দিকে যাচ্ছে বিএনপি।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গতকাল সারা দেশে সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন শেষে একই দাবিতে আগামী বুধবার জেলায় জেলায় স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে দলটি। কর্মসূচি ঘোষণা করে বিএনপির মহাসচিব

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এরপরেও খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যাব।’ সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ—আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।’ এই দাবি আদায়ের আন্দোলনে সমমনা রাজনৈতিক দলগুলোকেও পাশে থাকার আহ্বান জানান তিনি।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, হামলা ও আটকের অভিযোগ পাওয়া গেছে। সমাবেশ শেষে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি কাকরাইলের দিকে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছে সংগঠনটি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তানজিল হাসান জানান, পুলিশ মিছিলে হামলা চালিয়ে প্রায় অর্ধশত নেতা-কর্মীকে আহত করে। আহত ব্যক্তিদের রাজধানীর বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা চলছে।

খুলনায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় বিএনপি নেতা, সাংবাদিক, পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বেলা পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় বিএনপির চারজনকে আটক করা হয়।

বরিশালে বিএনপির মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। গতকাল দলীয় কার্যালয়ের সামনে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত ৮-১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ দলটির।

খালেদা জিয়ার পরবর্তী হাজিরা ১৫ মার্চ

হত্যা ও নাশকতার ১০ মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৫ মার্চ। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক কে এম ইমরুল কায়েশ এই তারিখ ধার্য করেন। গতকাল মামলাগুলোর শুনানি ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত