Ajker Patrika

অন্ধকার ঘুচে ফুটবে আলো

শাহীন রহমান, পাবনা 
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৪: ৩৬
অন্ধকার ঘুচে ফুটবে আলো

যমুনা নদী ভাগ করেছে এপার ওপার। এক পাড়ে গড়ে উঠেছে নগরবাড়ি নৌবন্দর। অপর পাড়ে শুধুই ধু ধু চর। নেই সমৃদ্ধির ছিটেফোঁটা। সেই চরে এবার অন্ধকার ঘুচে ফুটবে আলো। বিদ্যুতের আলোয় আলোকিত হবে চরের জীবন। বাড়বে ফসল উৎপাদন আর শিক্ষার হার এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

পাবনা, মানিকগঞ্জ ও রাজবাড়ি জেলার চরাঞ্চলের ৯টি ইউনিয়নের ৭০টি গ্রামকে নিয়ে আসা হচ্ছে পল্লি বিদ্যুতের আওতায়। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। সাবমেরিন কেবলের মাধ্যমে যমুনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন লাইনের নির্মাণকাজ চলছে দ্রুতগতিতে। চলছে নদী ড্রেজিং। নভেম্বরের শেষ নাগাদ কাজ শেষ হওয়ার আশা করছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

প্রকল্প সূত্রে জানা গেছে, পল্লি বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লি বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে ২৮৫ কিলোমিটার অফগ্রিড বৈদ্যুতিক লাইন। যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। প্রকল্পের মধ্যে সাবস্টেশন রয়েছে একটি (১০ এমভিএ)। সাবমেরিন কেবল ৩৩ কেভি একটি ও ১১ কেভি ৩ টি। আওতাভুক্ত উপজেলা ৫টি হলো পাবনার বেড়া, রাজবাড়ি জেলা সদর, গোয়ালন্দ, দৌলতদিয়া ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার একাংশ। ৭০টি গ্রামের ১১ হাজার ২৭৬ জন মানুষ এ বৈদ্যুতিক সেবার আওতায় আসবেন। পাবনার কাশিনাথপুর ফায়ার সার্ভিসের পেছন থেকে মানিকগঞ্জের বাঘুটিয়া পর্যন্ত অফগ্রিড লাইন নির্মাণ করা হবে। এক বছর আগে শুরু হওয়া এ কাজ শেষ হবে নভেম্বরের মধ্যে। সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রিড থেকে মূল লাইন এসে যুক্ত হবে এই লাইনে।

পাবনা পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী এমদাদুল হক বলেন, শাহজাদপুর গ্রিড থেকে আমরা প্রায় ৩০ কিলোমিটার ৩৩ কেভি লাইন ইতিমধ্যে নির্মাণ করেছি। যমুনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবল যাবে ২ দশমিক ২ কিলোমিটার। এ জন্য নদী খননকাজ চলছে। নদী খননকাজ করছে বিআইডব্লিউটিএ। আশা করছি আগামী নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে।

ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম (কারিগরি) বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। মুজিব বর্ষেই চর আলোকিত হবে।

এজিএম (সদস্য সেবা) আনোয়ার হোসেন বলেন, এ বিদ্যুৎ সংযোগ নিতে মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয়, দালালের খপ্পরে না পড়েন সে জন্য আমরা প্রচারণা চালাচ্ছি। লিফলেট বিতরণ করেছি। অফিসের নির্ধারিত ফি ৪৫০ টাকা দিয়ে বিদ্যুৎ সংযোগের আবেদন করার জন্য সবাইকে বলা হয়েছে।

পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির বলেন, বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পাবনা, মানিকগঞ্জ ও রাজবাড়ির চরাঞ্চলের মানুষের আর্থ সামাজিক জীবনমান উন্নয়নে আমূল পরিবর্তন ঘটবে। বিশেষ করে কৃষি সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত