Ajker Patrika

সৈয়দপুরে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২: ৩৪
সৈয়দপুরে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের বিমানবন্দর সড়কের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে এই টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার।

উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. রেয়াজুল আলম রাজু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকার, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা প্রমুখ।

সৈয়দপুর শিক্ষা অফিস সূত্র জানায়, এবারে এইচএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার ১৪টি কলেজ, দুটি কারিগরি কলেজ ও ছয়টি আলিম মাদ্রাসা থেকে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯৩ জন। ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৭৯২ পরীক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। আজ বুধবার অবশিষ্ট ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত