Ajker Patrika

২৩ শতাংশ মানুষ টিকার আওতায়

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৫
২৩ শতাংশ মানুষ টিকার আওতায়

চলতি বছরের সাত ফেব্রুয়ারি মাগুরা জেলায় শুরু হয় করোনার টিকাদান কার্যক্রম। সেপ্টেম্বরের শেষের দিকে জেলার মোট জনসংখ্যার ২৩ শতাংশ করোনার টিকার আওতায় এসেছে। নিয়মিত টিকা দেওয়া ছাড়াও ক্ষেত্র বিশেষে গণটিকার আয়োজন করার ফলে এত সংখ্যক মানুষকে টিকা দেওয়া গেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

করোনার টিকা প্রথম দেওয়া শুরু হয় মাগুরা সদর হাসপাতালের দ্বিতীয় তলায়। ওই সময় প্রাথমিকভাবে শুধু আগে করা তালিকা অনুযায়ী টিকা দেওয়া হয়। সে ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, সংবাদকর্মীসহ জরুরি পরিসেবাগুলোর কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি থেকে চলতি মাসে মাগুরায় দুই ধরনের করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমদিকে অ্যাস্ট্রাজেনকা ভ্যাকসিন দেওয়া শুরু হয়। এ পর্যন্ত এই টিকা প্রথম ডোজ ৯৯ হাজার ৮১৪ জনকে দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ৫৩ হাজার ২৭১ এবং মহিলা ৪৬ হাজার ৫৪৩ জন। এই টিকা দ্বিতীয় ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে ৪৪ হাজার ৭১৮ জনকে। যার মধ্যে পুরুষ রয়েছে ২৬ হাজার ১৪৯ এবং মহিলা ১৮ হাজার ৫৬৯ জন রয়েছে।

অ্যাস্ট্রাজেনকা টিকার পাশাপাশি গত দুই মাস ধরে সিনোফার্ম ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এই টিকা দেওয়া হয়েছে প্রথম ডোজ ১২ হাজার ৩৪৭০ জনকে। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৯৯৪ এবং নারী ছিলেন ৬০ হাজার ৪৭৬ জন। সিনোফার্ম ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মোট ৬৩ হাজার ৩২০ জনকে। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৭২৬ এবং নারী ৩০ হাজার ৫৯৪ জন।

মাগুরা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, টিকা গ্রহীতাদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাভাবিক জ্বর কিংবা শরীরে তাপমাত্রা হয়তো স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে।

সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান আজকের পত্রিকাকে জানান, মাগুরা টিকাদানের ক্ষেত্রে সারা দেশের জেলাগুলোর মধ্য প্রথম দিকে রয়েছে। জনসংখ্যা অনুসারে এখন পর্যন্ত প্রায় ২৩ শতাংশ মানুষকে করোনার ভ্যাকসিনের আওতায় আনা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত