Ajker Patrika

খাদ্যসহায়তা পেল ৬০ পরিবার

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২৫
খাদ্যসহায়তা পেল ৬০ পরিবার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে খাদ্যসহায়তা পেয়েছে ৬০টি কর্মহীন-অসহায় পরিবার। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসহায়তার মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণ। নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন কর্মহীনদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময়ে কয়েকজন সুবিধাভোগী বলেন, করোনা ও বন্যায় আমরা কর্মহীন হয়ে পড়ি। সংসারে অভাব অনটনে খাদ্যসংকট দেখা দিলে ৩৩৩ নম্বরে কল দেই। পরে আমাকে খাদ্য নেওয়ার জন্য উপজেলা থেকে কল করলে মঙ্গলবার খাদ্য নিতে আসি। যাদের ঘরে খাবার নাই তারাও এইভাবে কল করে খাদ্যসহায়তা চাইলে খাদ্যসহায়তা পাবে।

নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহাদী হোসেন জানান, করোনাকালীন সংকটপূর্ণ অবস্থায় কর্মহীন, অসহায়, দুস্থরা যদি ৩৩৩ নম্বরে কল দেয়, তাহলে তাদেরকে খাদ্যসহায়তা দেওয়া হবে। নড়িয়া উপজেলায় এই পর্যন্ত ৬৫০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। যাদের খাদ্যসহায়তা প্রয়োজন তারা যেন ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্যসহায়তা চান। আমরা প্রতিদিন ৫০ থেকে ৬০ জন অসহায় পরিবারকে খাদ্যসহায়তা দিয়ে থাকি। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত