Ajker Patrika

চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার ১০

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ৪৩
চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার ১০

ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির সময় ১০ জন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব-৪। গত রোববার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মো. মাসুদ রানা (৪০), ময়মনসিংহের ইকবাল হোসেন রতন (৪২), ঢাকা জেলার মো. বিপ্লব (৩০), মো. জাহাঙ্গীর (৪৮), মো. আনোয়ার শেখ (৪২), মো. শাহাদত হোসেন (৩০), মো. সঞ্চয় (৩০), যশোরের মো. পান্নু হাওলাদার (৩৪), রংপুরের মো. আলম মোল্লা (৩৭), ফরিদপুরের মো. আব্দুল্লাহ আল হেলাল (২০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদদের ভিত্তিতে নবীনগরে অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে চাঁদাবাজি করাকালে ১০ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৪ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দোকান থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তাঁরা তাঁকে বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি ও দোকান তুলে দেওয়ার হুমকি দিয়ে চাঁদার টাকা আদায় করতেন।

লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত