Ajker Patrika

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মাগুরা প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬: ২৭
বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মাগুরায় বাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ সড়কের সাঁইত্রিশ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন বাসযাত্রী সদর উপজেলার হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে আবুল কাশেম মোল্যা (৫০) ও নড়াইল জেলার বিমল দাস (৭৫)।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বেলা ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহগামী জনতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক দুটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে নড়াইল জেলার বিমল দাস নামে এক ব্যক্তি নিহত হন। সদর উপজেলার হাজরাপুর গ্রামের সবজি ব্যবসায়ী আবুল কাশেমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, আহতেরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত