Ajker Patrika

পাকা সড়কে কাদার দুর্ভোগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪: ৪৮
পাকা সড়কে কাদার দুর্ভোগ

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভায় সড়কে কাদা জমে ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ বিভিন্ন যানবাহনের চালকেরা। গত মঙ্গলবার দিবাগত রাতে হওয়া বৃষ্টিতে বিহারপুর মোড় থেকে জামালগঞ্জ চারমাথা পর্যন্ত সড়কে এ অবস্থার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে মাটিবাহী ট্রাক নিয়মিত চলাচল করে। এ ছাড়া তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সড়কের দুধারে সম্প্রতি মাটি ফেলে জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃষ্টিতে সড়কের ধারের মাটি ধুয়ে সড়কের ওপর আসায় কাদার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গতকাল বুধবার সকালে ওই সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের দুই ধারে নতুন করে মাটি ফেলা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টি হলে সেই মাটি ধুয়ে সড়কের ওপরে আসে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় দুই কিলোমিটার পাকা সড়কে কাদার সৃষ্টি হয়।

মোটরসাইকেল চালক ইউসুফ আলী বলেন, ‘ট্রাকযোগে মাটি নিয়ে যাওয়ার সময় এমনিতেই কিছু মাটি সড়কে পড়ে। আবার বাঁধের অংশে মাটি ফেলার কারণে বৃষ্টিতে কাদা হয়েছে সড়কে। কাদার কারণে মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’

ভ্যানচালক আব্দুল গফুর মিয়া বলেন, ‘বুধবার ভোরে কৃষকের সবজি নিয়ে বাজারে আসার সময় খুব কষ্ট হয়েছে। বৃষ্টির পানিতে পাকা সড়কের ওপর কাদা জমেছে।’

স্কুলছাত্রী সাবিনা ইয়াসমিন বলে, ‘সকালে টিকা দিতে আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজে যাওয়ার জন্য বের হই। সড়কে কাদার কারণে পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে।’

রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান কবির বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আবার বৃষ্টি হলে পাকা সড়কের ওপর থেকে কাদা সরানোর ব্যবস্থা নেব।’

জয়পুরহাট, পাউবোর উপসহকারী প্রকৌশলী (পুর) আব্দুল মমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টি হলে সড়কে কাদা হবে এটাই স্বাভাবিক। তবে আর কয়েকবার বৃষ্টি হলে সেই কাঁদা আর থাকবে না। সড়কটির প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পড়েছে। সেই বাঁধের অংশে সড়কের দুই পাশে সরকারিভাবে মাটি ফেলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত