বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
বান্দরবান শহরে বিভিন্ন রুটে চলাচল করা ব্যাটারিচালিত ইজিবাইকে (টমটম) নির্ধারিত ভাড়ার দ্বিগুণ আদায়ের অভিযোগ যাত্রীদের। এ ছাড়া বাস স্টেশন থেকে বাজার পর্যন্ত রুট থাকলেও যাত্রী নিতে চালকদের অনাগ্রহ দেখা গেছে। এতে বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রীরা বাস স্টেশনে নেমে হয়রানির শিকার হচ্ছেন।
এসব ঘটনায় গত ২৪ নভেম্বর বান্দরবান জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আরফাত মিয়া। তিনি উল্লেখ করেন, বালাঘাটা পশ্চিম বাজার থেকে ব্রিকফিল্ড সেতু পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দূরত্বের পথে ভাড়া ৫ টাকা নির্ধারণ করা থাকলেও টমটম চালকেরা ১০ টাকা ভাড়া আদায় করছেন।
এদিকে পুরোনো টমটম গাড়ির লাইসেন্স দেড় থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ পাওয়া গেছে। পৌরসভা থেকে নতুন লাইসেন্স না দেওয়ায় পুরোনো ও অকেজো টমটমের লাইসেন্স বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
শহর ঘুরে দেখা গেছে, অধিকাংশ চালকের প্রশিক্ষণ ও ট্রাফিক আইন জানা না থাকায় রাস্তার মধ্যেই যাত্রী ওঠানামা করছেন। এতে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে শহরে। অতিরিক্ত ভাড়া আদায় করা নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটছে।
অভিযোগ দেওয়া আরফাত মিয়া বলেন, টমটম চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। ভাড়া নিয়ে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই চালকদের ঝগড়া হয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চালকদের বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এমনকি চালকেরা ব্রিকফিল্ড সেতু পর্যন্ত ১০ টাকার কমে যাবে না বলে জানিয়েছেন।
২০০৪ সালে বান্দরবানে সীমিত পরিসরে টমটম চালু হয়। পাহাড়ি এলাকায় পায়েচালিত রিকশা চলাচল কঠিন, তাই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই বাহন। এই সুযোগে অনেকেই টমটম ব্যবসায় নামেন। প্রথমে কিছুদিন নিবন্ধন ছাড়া চললেও পরে নির্ধারিত ফি দিয়ে লাইসেন্স চালু করে বান্দরবান পৌরসভা। তবে দ্রুত টমটম বেড়ে যাওয়ায় যানজট ও রিকশাচালকদের কথা বিবেচনা করে নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম জানান, পৌরসভা থেকে প্রায় ৩০০ টমটমের লাইসেন্স দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে নতুন লাইসেন্স দেওয়া হচ্ছে না। পুরোনো লাইসেন্স নতুন গাড়িতে ব্যবহারের অভিযোগ সম্পর্কে পৌরসচিব বলেন, এক গাড়ির লাইসেন্স অন্য গাড়িতে ব্যবহারের নিয়ম নেই। গাড়ি নষ্ট হলে তা পৌরসভার কাছে জমা দিতে হবে। কেউ যদি পুরোনো টমটমের লাইসেন্স ব্যবহার করে, প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবানে আসা পর্যটক সাইফুল বাজার থেকে বাস স্টেশন ভাড়া ৫ টাকা জানেন। কিন্তু টমটমে তিনজন বাস স্টেশনে গেলে চালক তাঁদের কাছ থেকে ৫০ টাকা আদায় করেন। আরেক যাত্রী বোরহান বলেন, তিনি বাস স্টেশন থেকে বাজার পর্যন্ত এলে তাঁর কাছ থেকেও ১০ টাকা ভাড়া আদায় করা হয়।
বান্দরবান টমটম মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, চালকেরা ভাড়া বেশি নেয় বলে তাঁরাও শুনেছেন। কোন গাড়ি ভাড়া বেশি আদায় করে, সেটির নম্বরসহ লিখিত অভিযোগ করলে মালিক সমিতি ব্যবস্থা নেবে।
অভিযোগের বিষয়ে চালকেরা কোনো কথা বলতে রাজি নন। কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাটারির চার্জ ও রাস্তায় কিছু টাকা খরচ হয়, এ জন্য তাঁরা ৫ টাকার ভাড়া ১০ টাকা নেন। রাতে ভাড়া বাড়িয়ে নেওয়া হয়।
বান্দরবান ট্রাফিক পুলিশের টিএসআই (সার্জেন্ট) মো. খায়েস মিয়া বলেন, টমটমচালকেরা প্রায়ই ভাড়া বেশি আদায় করছেন বলে যাত্রীরা ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ করেন। এ নিয়ে চালক-যাত্রী তর্কাতর্কি হয়। ভাড়া যেহেতু পৌরসভা কর্তৃপক্ষ নির্ধারণ করে, বিষয়টি পৌরসভাই দেখবে। তবে রাস্তায় যত্রতত্র টমটম থামালে ট্রাফিক আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবান শহরে বিভিন্ন রুটে চলাচল করা ব্যাটারিচালিত ইজিবাইকে (টমটম) নির্ধারিত ভাড়ার দ্বিগুণ আদায়ের অভিযোগ যাত্রীদের। এ ছাড়া বাস স্টেশন থেকে বাজার পর্যন্ত রুট থাকলেও যাত্রী নিতে চালকদের অনাগ্রহ দেখা গেছে। এতে বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রীরা বাস স্টেশনে নেমে হয়রানির শিকার হচ্ছেন।
এসব ঘটনায় গত ২৪ নভেম্বর বান্দরবান জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আরফাত মিয়া। তিনি উল্লেখ করেন, বালাঘাটা পশ্চিম বাজার থেকে ব্রিকফিল্ড সেতু পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দূরত্বের পথে ভাড়া ৫ টাকা নির্ধারণ করা থাকলেও টমটম চালকেরা ১০ টাকা ভাড়া আদায় করছেন।
এদিকে পুরোনো টমটম গাড়ির লাইসেন্স দেড় থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ পাওয়া গেছে। পৌরসভা থেকে নতুন লাইসেন্স না দেওয়ায় পুরোনো ও অকেজো টমটমের লাইসেন্স বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
শহর ঘুরে দেখা গেছে, অধিকাংশ চালকের প্রশিক্ষণ ও ট্রাফিক আইন জানা না থাকায় রাস্তার মধ্যেই যাত্রী ওঠানামা করছেন। এতে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে শহরে। অতিরিক্ত ভাড়া আদায় করা নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটছে।
অভিযোগ দেওয়া আরফাত মিয়া বলেন, টমটম চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। ভাড়া নিয়ে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই চালকদের ঝগড়া হয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চালকদের বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এমনকি চালকেরা ব্রিকফিল্ড সেতু পর্যন্ত ১০ টাকার কমে যাবে না বলে জানিয়েছেন।
২০০৪ সালে বান্দরবানে সীমিত পরিসরে টমটম চালু হয়। পাহাড়ি এলাকায় পায়েচালিত রিকশা চলাচল কঠিন, তাই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই বাহন। এই সুযোগে অনেকেই টমটম ব্যবসায় নামেন। প্রথমে কিছুদিন নিবন্ধন ছাড়া চললেও পরে নির্ধারিত ফি দিয়ে লাইসেন্স চালু করে বান্দরবান পৌরসভা। তবে দ্রুত টমটম বেড়ে যাওয়ায় যানজট ও রিকশাচালকদের কথা বিবেচনা করে নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম জানান, পৌরসভা থেকে প্রায় ৩০০ টমটমের লাইসেন্স দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে নতুন লাইসেন্স দেওয়া হচ্ছে না। পুরোনো লাইসেন্স নতুন গাড়িতে ব্যবহারের অভিযোগ সম্পর্কে পৌরসচিব বলেন, এক গাড়ির লাইসেন্স অন্য গাড়িতে ব্যবহারের নিয়ম নেই। গাড়ি নষ্ট হলে তা পৌরসভার কাছে জমা দিতে হবে। কেউ যদি পুরোনো টমটমের লাইসেন্স ব্যবহার করে, প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবানে আসা পর্যটক সাইফুল বাজার থেকে বাস স্টেশন ভাড়া ৫ টাকা জানেন। কিন্তু টমটমে তিনজন বাস স্টেশনে গেলে চালক তাঁদের কাছ থেকে ৫০ টাকা আদায় করেন। আরেক যাত্রী বোরহান বলেন, তিনি বাস স্টেশন থেকে বাজার পর্যন্ত এলে তাঁর কাছ থেকেও ১০ টাকা ভাড়া আদায় করা হয়।
বান্দরবান টমটম মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, চালকেরা ভাড়া বেশি নেয় বলে তাঁরাও শুনেছেন। কোন গাড়ি ভাড়া বেশি আদায় করে, সেটির নম্বরসহ লিখিত অভিযোগ করলে মালিক সমিতি ব্যবস্থা নেবে।
অভিযোগের বিষয়ে চালকেরা কোনো কথা বলতে রাজি নন। কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাটারির চার্জ ও রাস্তায় কিছু টাকা খরচ হয়, এ জন্য তাঁরা ৫ টাকার ভাড়া ১০ টাকা নেন। রাতে ভাড়া বাড়িয়ে নেওয়া হয়।
বান্দরবান ট্রাফিক পুলিশের টিএসআই (সার্জেন্ট) মো. খায়েস মিয়া বলেন, টমটমচালকেরা প্রায়ই ভাড়া বেশি আদায় করছেন বলে যাত্রীরা ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ করেন। এ নিয়ে চালক-যাত্রী তর্কাতর্কি হয়। ভাড়া যেহেতু পৌরসভা কর্তৃপক্ষ নির্ধারণ করে, বিষয়টি পৌরসভাই দেখবে। তবে রাস্তায় যত্রতত্র টমটম থামালে ট্রাফিক আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫