Ajker Patrika

আ.লীগ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ১৬
আ.লীগ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ফেরদৌস কামাল। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ খবর জানান তিনি।

মো. ফেরদৌস কামাল বলেন, ‘গতকাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদের কাছে আমি পদত্যাগপত্র দিয়ে এসেছি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’ তিনি বলেন, ‘ইউনিয়নে আমি তিন বছর ধরে উন্নয়নমূলক কাজ করে আসছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। আমি আশাবাদী ছিলাম রাজানগর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে দলীয় নৌকার মনোনয়নপত্র পাব। কেন আমাকে দলীয় নমিনেশন না দিয়ে অন্য একজনকে দিয়েছে, এটা আমার বোধগম্য নয়। যাকে বর্তমানে নৌকা প্রতীক দিয়েছে, সে আওয়ামী লীগের কোনো ভালো পদে নেই। আগে বিএনপি রাজনীতি করত, এবার আওয়ামী লীগ থেকে সদস্য পদ নিয়েছে।’

ফেরদৌস কামাল আরও বলেন, ‘আমি আগে একবার ঢাকায় ৪৮ নম্বর ওয়ার্ডে নির্বাচন করেছিলাম বিগত বিএনপির আমলে। তখন তাদের সঙ্গে বিজয় হতে পারিনি, তবে বর্তমানে এলাকায় ৭০ পার্সেন্ট লোকই আমার পক্ষে আছে, সেটা আমি স্বতন্ত্র বা যে প্রতীকেই নির্বাচন করি। তাই আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে আমি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দরখাস্ত আমি পেয়েছি, কিন্তু আমি তাকে বলেছি এ দরখাস্ত আমাকে নয়, দিতে হবে আপনার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির কাছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত