Ajker Patrika

জাফলংয়ে পরিচ্ছন্নতা অভিযান

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬: ৫৪
জাফলংয়ে পরিচ্ছন্নতা অভিযান

‘এমন একটা জাফলং চাই-যার আশপাশে ময়লা ও আবর্জনা নাই’- এই স্লোগানে স্থানীয় সামাজিক সংগঠন সেবা ফাউন্ডেশনের উদ্যোগে জাফলংয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে সংগঠনের সভাপতি আবির আরিফের নেতৃত্বে জাফলংয়ের বিজিবি ক্যাম্প এলাকার সিঁড়ি ও জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

গত কয়েক দিনে বিপুলসংখ্যক পর্যটক আসায় তাঁদের ফেলে যাওয়া খাবারের প্যাকেট, কোমল পানীয়ের খালি বোতল, চিপস ও বিস্কুটের খালি প্যাকেটসহ বিভিন্ন ময়লা-আবর্জনায় ভরে যায় মূল পর্যটনকেন্দ্র ও এর আশপাশ এলাকা। ফলে নোংরাহয়ে যায় গোটা পর্যটন এলাকার পরিবেশ।

এ সময় টুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ মো. রতন শেখ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মামুদ লিমন, হোসাইন ডিস্ট্রিবিউশনের পরিচালক দেলোয়ার হোসেনসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং জাফলংয়ে ভ্রমণে আসা কয়েকজনও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এ বিষয়ে সেবা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নাদিম মাহমুদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এ কর্মসূচি পালন করেছি। আমরা অনেক দিন থেকেই লক্ষ করছি জাফলং জিরো পয়েন্ট ও এর আশপাশ এলাকা ময়লা-আবর্জনায় ভরে গেছে।

তিনি আরও বলেন, ‘নোংরা ও অপরিচ্ছন্ন হয়ে উঠেছে গোটা এলাকার পরিবেশ। পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনায় জিরো পয়েন্টের সাদা পাথর ও এর আশপাশের এলাকা ভাগাড়ে পরিণত হয়ে যায়। বিশ্রী হয়ে পড়ে এলাকার পরিবেশ। তাই পর্যটন কেন্দ্রের পরিবেশ সুরক্ষায় সবাইকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়ি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত