Ajker Patrika

মধুপুরে সড়ক সংস্কারের সুযোগে গাছ কেটে সাবাড়

মধুপুর প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৪: ০২
মধুপুরে সড়ক সংস্কারের  সুযোগে গাছ কেটে সাবাড়

মধুপুরে সড়ক সংস্কারের সুযোগে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সড়কের দুপাশের গাছ কেটে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় দেড় যুগ আগে রোপণ করা হাজারো গাছ কেটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচার করা হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান কিছু গাছ এনে ইউনিয়ন পরিষদে রাখলেও থেমে নেই গাছ পাচার।

জানা গেছে, উপজেলার নরকোনা থেকে গারোবাজার পর্যন্ত সড়কটি ময়মনসিংহের সঙ্গে সংযোগ এবং ব্যবহারের উপযোগী করতে কাজ করছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অধিদপ্তর। সড়কটির কিছু অংশ পিচঢালা পাকা এবং কিছু অংশ কাঁচা রয়েছে। ১২ ফুট প্রশস্ত পাকা অংশের দুই ধারে পথচারীদের চলাচলের জায়গা রেখে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছিল দেড় যুগ আগে।

‘গাছা লাগাও পরিবেশ বাঁচাও’ প্রকল্পের আওতায় মধুপুরের কুড়ালিয়া ইউনিয়ন পরিষদ থেকে বাগানবাড়ী চৌরাস্তা এবং কুড়ালিয়া থেকে চাপড়ী বাজার পর্যন্ত সড়কের দুপাশে ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে হাজারো গাছ লাগানো হয়। ১১ কিলোমিটার সড়কের দুধারে লাগানো এসব গাছ হরিলুটে মেতেছেন কিছু প্রভাবশালী ব্যক্তি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লাখ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার সঙ্গে স্থানীয় কাঠ ব্যবসায়ী ও প্রভাবশালী কিছু ব্যক্তি জড়িত রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রতিদিন গাছ কেটে কুড়ালিয়া বাজারের একটি করাত কলে নিয়ে রাখেন। পরে সেখান থেকে খণ্ড খণ্ড করে বিভিন্ন স্থানে পাচার করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত কাঠ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। অন্য এক অভিযুক্ত গাছ পাচারের বিষয়ে কোনো কথা বলতে চান না বলে ফোন রেখে দেন।

কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী বলেন, ‘কুড়ালিয়া থেকে বাগানবাড়ী চৌরাস্তা এবং কুড়ালিয়া থেকে চাপড়ী বাজার পর্যন্ত রাস্তার দুপাশে ৩ ফুট করে ৬ ফুট প্রশস্ত করা হচ্ছে। প্রায় ১১ কিলোমিটার সড়কের ১২ ফুট প্রশস্ত রাস্তাকে ১৮ ফুট করা হচ্ছে। রাস্তা প্রশস্তকরণের প্রয়োজনে সড়ক দুই পাশের গাছ টেন্ডারে বিক্রি করার জন্য প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। গাছের সংখ্যা নিরূপণ, গাছের পরিমাপ ও মূল্য নির্ধারণ করে টেন্ডার আহ্বানের কার্যক্রম চলছে। এরই মধ্যে ঠিকাদার সড়ক সংস্কারের কাজ শুরু করলে প্রভাবশালী কিছু ব্যক্তি সড়কের পাশের গাছ কেটে পাচার শুরু করেছেন। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তাঁর পরামর্শে কিছু গাছ এনে ইউনিয়ন পরিষদ চত্বরে রাখা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, ‘বিষয়টি জেনে তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে গাছ কাটা বন্ধ করতে নির্দেশনা দিয়েছি। যদি এতেও থামানো না যায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত