Ajker Patrika

চেয়ারম্যান পদে প্রার্থী অটোরিকশাচালক

নাটোর প্রতিনিধি
চেয়ারম্যান পদে প্রার্থী অটোরিকশাচালক

নাটোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন রায়হান শাহ নামের এক অটোরিকশাচালক। গত বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। রায়হান জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর এলাকার বাসিন্দা। তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে রায়হান শাহ বলেন, ‘একসময় জনপ্রতিনিধি হয়ে জনগণের জন্য কাজ করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন থেকেই জেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। সবাই আমাকে ভালোবাসেন। আশা করি ভোটাররা আমাকে জয়ী করবেন।’

জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন পদ্ধতি ও ভোটার কারা—এমন প্রশ্নে রায়হান শাহ আরও বলেন, ‘আমি জানি, কার কার কাছে ভোট চাইতে হবে।

জেলার মোট ৫২টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে গিয়ে ভোট চাওয়ার চেষ্টা করব। হিসাব করে দেখেছি, আমাকে ৮০৬ জন ভোটারের কাছে যেতে হবে। আমি সেই প্রস্তুতি নিয়েই নির্বাচনে নেমেছি। আগামী রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আশা করি আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত