Ajker Patrika

জিপিএ-৫ পেল মান্তা সম্প্রদায়ের অভি

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ২৮
জিপিএ-৫ পেল মান্তা সম্প্রদায়ের অভি

এসএসসি পরীক্ষায় পটুয়াখালীর বাউফলে মান্তা সম্প্রদায়ের আবু ইউসুফ অভি পেল জিপিএ-৫। এই সম্প্রদায় থেকে এই প্রথমবার কেউ এসএসসি পাস করেছে। অভি বাউফলের কালাইয়া ইউনিয়নের বগী শিমুলতলা এলাকার মান্তা সম্প্রদায়ের ফরিদ সর্দার ও রুনু লায়নার ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে অভি সবার ছোট। সে কর্পূরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর আগে আরএসসি নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান কার্যক্রম শুরু করে। ওই সংস্থার মাধ্যমে অভি প্রাক প্রাথমিক শিক্ষাগ্রহণ করে। এরপর জহিরুল হক নামের এক শিক্ষকের সহায়তায় কর্পূরকাঠি ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে অভি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। কর্পূরকাঠি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে এবং সর্বশেষ এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পায়। বর্তমানে অভিকে নিয়ে এলাকায় কৌতূহলের শেষ নেই।

কর্পূরকাঠি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ বলেন, ‘দারিদ্র্যতার কারণে অভির উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন যখন ভেঙে যাওয়ার উপক্রম হয়, আমরা তখন এক শিক্ষকের বাড়িতে রেখে তাকে লেখাপড়া করার সুযোগ দিই। অভি এখন মান্তা সম্প্রদায়ের গর্ব।’

অভি বলে, ‘এবার এইচএসসির প্রস্তুতি শুরু করতে হবে। অনেকে আমাকে দান করেছেন। সেই দানের অর্থ আমি ব্যাংকে জমা করে রেখেছি। ভর্তি আর বই কিনতে জমানো টাকায় হয়ে যাবে। শুধু লেখাপড়া করতে চাই। ভবিষ্যতে কী হব, তা সময় বলে দেবে। এসএসসি পরীক্ষা দিয়ে কিশোরগঞ্জে এসেছি। হাত খরচের জন্য ৪ হাজার টাকা বেতনে একটি বেসরকারি হাসপাতালে পার্টটাইম জব করছি। খুব শিগগিরই দেশে এসে কলেজে ভর্তি হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত