Ajker Patrika

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৩০
রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

ঢাকার সাভারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে দিনা (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সাভার সিটি সেন্টার মার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। তিনি অটোরিকশায় করে সাভার বাজার স্ট্যান্ড থেকে রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন।

নিহত ফাতেমা আক্তার দিনা সাভারের ভাকুর্তা ইউনিয়নের চরতোলাতুলি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ঢাকার শেরে বাংলা নগরের এগ্রিকালচার ট্রেইনিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনা অটো রিকশা নিয়ে রেডিও কলোনি যাওয়ার পথে সিটি সেন্টারের সামনে গেলে তাঁর ওড়না রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।

দিনাকে উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে নেন স্থানীয় বাসিন্দারা। সেখানে নেওয়ার পর তাঁর অবস্থার আরও অবনতি হয়। পরে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দিনাকে আমাদের হাসপাতালে ১টা ৫ মিনিটে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, পরিবারের আবেদন সাপেক্ষে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রিকশাচালক পলাতক আছেন। তাঁকে আসামি করে মামলা করার প্রস্তুতি চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত