Ajker Patrika

মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল মূর্তি

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১: ৪১
মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল মূর্তি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে একটি পাথরের মূর্তি। রাজ দীঘির পাড় বাজারে ঈদগাহের বাউন্ডারির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এটি পাওয়া যায়।

বৃহস্পতিবার দুপুরে পারভেস মিয়া দুরুদ নামে এক রাজমিস্ত্রি কাজ করার সময় এই পাথরের মূর্তি দেখতে পান। পরে স্থানীয় জুয়েল আহমদের সহযোগিতায় পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এটি হস্তান্তর করা হয়।

জানা গেছে, এই জায়গায় প্রাচীনকালে সনাতন ধর্মাবলম্বীরা বাস করতেন। চার-পাঁচ বছর আগে এ রকম আরেকটি মূর্তি পাওয়া যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওফিক আহমদ বাবু বলেন, ‘রাজদীঘির পাড় ঈদগার মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে স্থানীয়রা আমাকে জানান। পরে আমি মূর্তি উদ্ধার করে ইউনিয়ন অফিসে নিয়ে আসি।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক বলেন, ‘স্থানীয়রা আমাকে মূর্তি পাওয়ার কথা জানালে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছি। দু-এক দিনের মধ্যে আমি আমার কাছে নিয়ে আসব।’

পরে প্রত্নত্বত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত