Ajker Patrika

আ.লীগ নেত্রীর মামলায় এক কর্মী কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ৪২
আ.লীগ নেত্রীর মামলায় এক কর্মী কারাগারে

ময়মনসিংহে এক আওয়ামী লীগ নেত্রীর করা মামলায় জোসিদা খাতুন কোহিনুর (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জোসিদা খাতুন কোহিনুর নগরীর আকুয়া দক্ষিণপাড়া এলাকার একেএম বুলবুলের স্ত্রী। গত বুধবার সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই এই আদেশ দেন।

কোর্ট পরিদর্শক প্রসুন কান্তি দাস জানান, জোসিদা খাতুনকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বিকেল ৩টার দিকে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার ও তাঁর বোন লুৎফুন্নাহার লাকীর ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অপপ্রচার করে। এমন অভিযোগে উৎপল কর, জোসিদা খাতুন ও সঞ্জীব ইসলামকে আসামি করে গত ২১ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন স্বপ্না খন্দকার।

সিআইডির উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আলী ফরিদ বলেন, মামলাটি সিআইডিতে আসার পর ঘটনার সত্যতা পেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত