Ajker Patrika

পরিবেশ দূষণ রোধ কঠিন হয়ে পড়েছে

খুলনা প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ০৭
পরিবেশ দূষণ রোধ কঠিন হয়ে পড়েছে

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা দরকার। তিনি আক্ষেপ করে বলেন, কিছু লোক তাদের সেপটিক ট্যাংকির আউটলেট ড্রেনের সঙ্গে সংযোগ করে দিচ্ছেন। ফলে পরিবেশ দূষণ রোধ করা কঠিন হয়ে পড়েছে।

গত রোববার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে ‘স্বাস্থ্যকর শহর: নগর সুশাসনের মাধ্যমে স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণের উদ্যোগ’ শীর্ষক প্রকল্পের উপদেষ্টা ও কারিগরি কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নগরীতে প্ল্যান অনুযায়ী বাড়ি নির্মাণ হচ্ছে কিনা এবং কেডিএ নির্মিত আবাসিক এলাকাসমূহে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার সংস্থান রয়েছে কিনা তা খতিয়ে দেখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডাইরেক্টর প্রফেসর ডা. মো: রোবেদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা, কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল ইসলাম, স্বাস্থ্য বিভাগ-খুলনার পরিচালক ডা. মো. জসীম উদ্দিন হাওলাদার, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আজমুল হক ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী।

এ ছাড়া সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাত হোসনে আরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-বাংলাদেশের প্রোফেশনাল অফিসার ড. সৈয়দ মাহফুজুল হক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত