খুলনা প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা দরকার। তিনি আক্ষেপ করে বলেন, কিছু লোক তাদের সেপটিক ট্যাংকির আউটলেট ড্রেনের সঙ্গে সংযোগ করে দিচ্ছেন। ফলে পরিবেশ দূষণ রোধ করা কঠিন হয়ে পড়েছে।
গত রোববার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে ‘স্বাস্থ্যকর শহর: নগর সুশাসনের মাধ্যমে স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণের উদ্যোগ’ শীর্ষক প্রকল্পের উপদেষ্টা ও কারিগরি কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নগরীতে প্ল্যান অনুযায়ী বাড়ি নির্মাণ হচ্ছে কিনা এবং কেডিএ নির্মিত আবাসিক এলাকাসমূহে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার সংস্থান রয়েছে কিনা তা খতিয়ে দেখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডাইরেক্টর প্রফেসর ডা. মো: রোবেদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা, কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল ইসলাম, স্বাস্থ্য বিভাগ-খুলনার পরিচালক ডা. মো. জসীম উদ্দিন হাওলাদার, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আজমুল হক ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী।
এ ছাড়া সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাত হোসনে আরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-বাংলাদেশের প্রোফেশনাল অফিসার ড. সৈয়দ মাহফুজুল হক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা দরকার। তিনি আক্ষেপ করে বলেন, কিছু লোক তাদের সেপটিক ট্যাংকির আউটলেট ড্রেনের সঙ্গে সংযোগ করে দিচ্ছেন। ফলে পরিবেশ দূষণ রোধ করা কঠিন হয়ে পড়েছে।
গত রোববার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে ‘স্বাস্থ্যকর শহর: নগর সুশাসনের মাধ্যমে স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণের উদ্যোগ’ শীর্ষক প্রকল্পের উপদেষ্টা ও কারিগরি কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নগরীতে প্ল্যান অনুযায়ী বাড়ি নির্মাণ হচ্ছে কিনা এবং কেডিএ নির্মিত আবাসিক এলাকাসমূহে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার সংস্থান রয়েছে কিনা তা খতিয়ে দেখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডাইরেক্টর প্রফেসর ডা. মো: রোবেদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা, কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল ইসলাম, স্বাস্থ্য বিভাগ-খুলনার পরিচালক ডা. মো. জসীম উদ্দিন হাওলাদার, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আজমুল হক ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী।
এ ছাড়া সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাত হোসনে আরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-বাংলাদেশের প্রোফেশনাল অফিসার ড. সৈয়দ মাহফুজুল হক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫