Ajker Patrika

মোটরসাইকেল ফেলে পালালেন চোর

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ২০
মোটরসাইকেল ফেলে পালালেন চোর

কুষ্টিয়ার ভেড়ামারায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে এলাকাবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালিয়েছে চোর। গত শনিবার রাত ৩টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামে এক চোর পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করে। এ সময় বিদ্যুৎ নেই কেন দেখতে কাওসার নামে এক গ্রাহক বাইরে এসে দেখতে পান খুঁটিতে ট্রান্সফরমার নেই।

তখন তিনি মোটরসাইকেলের আলো ও শব্দ পেয়ে চোরের পিছে ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে আধা মাইল দুরে ধানখেতের পাশে চোর তাঁর ব্যবহারকৃত মোটরসাইকেল ও ট্রান্সফরমারটি ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে কাওসার হোসেন বলেন, ‘রাত তিনটায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অথচ ১০ বাড়ি পরেই বিদ্যুৎ আছে দেখতে পাই। সন্দেহ হলে বিদ্যুতের খুঁটির কাছে গিয়ে দেখি ট্রান্সফরমার নেই। এরপর আমরা দুই ভাইসহ কয়েকজন চোরের পিছে ধাওয়া করি।

কিছু দূর পর সে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তাঁরা ট্রান্সফরমার উদ্ধার করে।’


Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত