Ajker Patrika

কিশোরীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার তিন

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ০৪
কিশোরীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার তিন

ফরিদপুরে এক কিশোরীকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিন থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার এক প্রেস ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, তদন্ত কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ওই কিশোরী (১২) গত রোববার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। এ সময় আকাশ শেখ (১৮) এবং অজ্ঞাতনামা তিন থেকে চার যুবক তাকে পেছন থেকে মুখ চেপে ধরে একটি ইজিবাইকে তুলে নেন। এরপর চর মাধবদিয়া ইউনিয়নের ডাংগি এলাকার একটি রসুন খেতের শ্যালো মেশিন হাউসের ওপরে নিয়ে ধর্ষণ করেন। পরে মুমূর্ষু অবস্থায় কিশোরীকে ফেলে চলে যান। কিছুটা সুস্থ হলে কিশোরী বাড়ি গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে।

স্বজনেরা কিশোরীকে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল ভর্তি করেন। পরে শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় আকাশ শেখের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আকাশকে টেপাখোলা বেড়িবাঁধ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তাঁর সঙ্গে রনি শেখ (১৮), শিপন শেখ (১৯), সোহাগ (১৯) ও অজ্ঞাতনামা অটোচালকসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। আকাশের দেওয়া তথ্য অনুযায়ী রনি শেখ ও মোহাম্মদ শিপন শেখকে পূর্ব ডাংগি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পলাতক অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত