Ajker Patrika

সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারী গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩: ৩১
সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারুল আক্তার (৫০) নামের এক ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে ব্যবসায়ীরা। গত শনিবার বিকেলে পৌর সদর ন্যাশনাল মার্কেটে সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে আটক করা হয়।

এদিকে এ ঘটনায় আটক পারুল আক্তারসহ অজ্ঞাত পাঁচ ছিনতাইকারীকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

মামলার বাদী জাহাঙ্গীর জানান, শনিবার পৌর সদরের ন্যাশনাল মার্কেটের সুমাইয়া ফ্যাশনে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা নুসরাত ইয়াসমিন, রিনা ও সাজেদা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা নুসরাতের ব্যাগে থাকা এক হাজার ৬০০ টাকা, রিনা আক্তারের ৮ হাজার টাকা এবং সাজেদার ৩০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পর পর তারা বিষয়টি দোকান মালিক এবং পরবর্তীতে পৌর সদর ব্যবসায়ীর দোকান মালিক সমিতির অফিসে জানান। অভিযোগ পরবর্তীতে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন মহিলা পারুল আক্তারকে আটক করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির প্রচার সম্পাদকের দায়ের করা মামলায় আটক ছিনতাইকারী চক্রের ওই মহিলা সদস্যকে রোববার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আসন্ন ঈদকে ঘিরে পৌর সদর বাজারে ছিনতাইসহ সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত