Ajker Patrika

সংঘর্ষের মামলায় যুবদলের তিন নেতার জামিন

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ১৯
সংঘর্ষের মামলায় যুবদলের তিন নেতার জামিন

নওগাঁয় সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের মামলায় যুবদলের তিন নেতাকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল দুপুরে নওগাঁ দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ (ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ) হাসান মাহমুদুল ইসলাম তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জেড এইচ খান মানিক, যুগ্ম সম্পাদক রাসিকুজ্জামান ও সমাজসেবা সম্পাদক জাকির হোসেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মানিক, উজ্জ্বল, সোহেলসহ ৫৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গত ৩০ মার্চ দুটি মামলা করে পুলিশ। ওই দুই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তাঁরা। জামিনের মেয়াদ শেষ হলে ৮ নভেম্বর নিম্ন আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর পর গতকাল দুপুরে আদালতে আবারও তাঁদের জামিন আবেদন করা হলে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত