Ajker Patrika

পবিত্র কোরআন শিক্ষায় উৎসাহ দিতে সহায়তা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৭: ২৪
পবিত্র কোরআন শিক্ষায় উৎসাহ দিতে সহায়তা

ভেড়ামারা উপজেলার মির্জাপুর-জুনিয়াদহ মসজিদ মাদ্রাসায় কোরআন শিক্ষায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে অর্থসহায়তা দেওয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক হোসেন বুলবুল ব্যক্তিগত ভাবে এ টাকা দেন। প্রথম ধাপে ৩৫ কোরআন শিক্ষার্থীকে এক হাজার করে টাকা দেওয়া হয়।

মসজিদের ইমাম আবুল কাশেম বলেন, ‘প্রথম ধাপে কোরআন খতম দেওয়া শিক্ষার্থীদেরকে ১ হাজার করে টাকা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জাকির হোসেন বুলবুল বলেন, ‘করোনাকালীন শিশুরা পড়া-লেখা থেকে দুরে ছিল। এ ছাড়া তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থাও ভালো না। তাই পড়ালেখায় উৎসাহ দিতে তাদেরকে অর্থ সহায়তা দিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহানুল হক, মসজিদের সভাপতি ইয়াকুব আলীসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত