আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাঁধ দিয়ে ভেসাল বসিয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ নিধন করা হচ্ছে। এভাবে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধন করা হলেও প্রশাসনের নেই নিয়মিত নজরদারি। ফলে এ মাছ নিধন করে তা বিক্রি করা হচ্ছে স্থানীয় হাট-বাজার, পাড়া-মহল্লায়। এমনকি সিরাজদিখান থানার সামনেও এ মাছ বিক্রি করা হচ্ছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, উপজেলার লতব্দী ইউনিয়নে সেতুর নিচে বাঁধ দিয়ে ভেসাল বসিয়ে মাছ নিধন করা হচ্ছে। এ ছাড়া উপজেলার শেখরনগর, রাজানগর চিত্রকুট, বয়রাগাদী, লতব্দী, মালখানগর, জৈনসার, মধ্যপাড়াসহ ১৪ ইউনিয়নের খাল-বিলে ভেসাল দিয়ে মা ও পোনা মাছ নিধন করা হচ্ছে। পোনাগুলো বড় হওয়ার সুযোগ দিচ্ছেন মৎস্য শিকারিরা।
তবে শুধু ভেসাল নয়, এর পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি, বাদাই জাল ও মাছ ধরার আরও নানা উপকরণ দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করছে। কোনো প্রকার নিষেধাজ্ঞা মানছেন না তাঁরা। এ ছাড়া ফসলি জমিতে আসা পানিতেও চলছে মাছ শিকার।
স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে উপজেলার বিভিন্ন জলাশয়ে কই, শিং, মাগুর, সরপুঁটি, টেংড়া, বাতাসি, খলশে, টাকি, মলা, ঢেলা, তপসিসহ নানা প্রকার মাছ পাওয়া যেত। প্রাকৃতিক জলাশয়ে এখন আইড়, শোল, বোয়াল, রুই, মৃগেল, কাতল, কালবাউস পাওয়া যায় না। এখন এসব মাছ দেখাই যায় না বলা যায়। উন্মুক্ত জলাশয়ে অবাধে মাছ শিকারের ফলে এগুলো হারিয়ে যেতে বসেছে।
উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাসিন্দা আল মামুন বলেন, ‘নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করে হাট-বাজারগুলোতে বিক্রি করছেন জেলেরা। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও প্রশাসন ঠিকমতো ব্যবস্থা না নেওয়ায় মাছ নিধন বন্ধ হয় না। যদি মা ও পোনা মাছ নিধন বন্ধ না করা যায়, তবে চাষের মাছ অনেক দাম দিয়ে কিনে খেতে হবে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
ইছামতী নদীর মৎস্য শিকারি মমিনুল শেখ বলেন, ‘বর্ষার পানি কমতে থাকায় আমরা মাছ ধরছি। আমরা বর্ষা মৌসুমে শুধু মাছ ধরি, অন্য সময় ধরি না। এখন পানি চলে যাচ্ছে, সে কারণে আমরা এই মাছ ধরছি।’
উপজেলার শেখরনগরে ইঞ্জিনচালিত নৌকার চালক খাইরুদ্দিন বলেন, ‘নদী-খাল-বিলে জেলেরা জাল পেতে রাখায় ইঞ্জিনচালিত নৌকা নিয়ে যাতায়াত দুরূহ হয়ে পড়েছে। জাল নষ্ট হলে প্রায়ই জরিমানা গুনতে হয় আমাদের। কখনো কখনো ঝগড়া ও হাতাহাতি হয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
সিরাজদিখান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) যুধিষ্ঠির রঞ্জন পাল বলেন, ‘আমরা ৩০ তারিখের পরে জলাশয়ে বাঁধ দিয়ে মাছ নিধনে এসব অবৈধ ভেসালসহ সব ধরনের জাল উচ্ছেদ করাব। এ বিষয়ে ইউএনও স্যারের সঙ্গে আলাপ-আলোচনা করে তারপর উচ্ছেদ করা হবে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাঁধ দিয়ে ভেসাল বসিয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ নিধন করা হচ্ছে। এভাবে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধন করা হলেও প্রশাসনের নেই নিয়মিত নজরদারি। ফলে এ মাছ নিধন করে তা বিক্রি করা হচ্ছে স্থানীয় হাট-বাজার, পাড়া-মহল্লায়। এমনকি সিরাজদিখান থানার সামনেও এ মাছ বিক্রি করা হচ্ছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, উপজেলার লতব্দী ইউনিয়নে সেতুর নিচে বাঁধ দিয়ে ভেসাল বসিয়ে মাছ নিধন করা হচ্ছে। এ ছাড়া উপজেলার শেখরনগর, রাজানগর চিত্রকুট, বয়রাগাদী, লতব্দী, মালখানগর, জৈনসার, মধ্যপাড়াসহ ১৪ ইউনিয়নের খাল-বিলে ভেসাল দিয়ে মা ও পোনা মাছ নিধন করা হচ্ছে। পোনাগুলো বড় হওয়ার সুযোগ দিচ্ছেন মৎস্য শিকারিরা।
তবে শুধু ভেসাল নয়, এর পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি, বাদাই জাল ও মাছ ধরার আরও নানা উপকরণ দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করছে। কোনো প্রকার নিষেধাজ্ঞা মানছেন না তাঁরা। এ ছাড়া ফসলি জমিতে আসা পানিতেও চলছে মাছ শিকার।
স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে উপজেলার বিভিন্ন জলাশয়ে কই, শিং, মাগুর, সরপুঁটি, টেংড়া, বাতাসি, খলশে, টাকি, মলা, ঢেলা, তপসিসহ নানা প্রকার মাছ পাওয়া যেত। প্রাকৃতিক জলাশয়ে এখন আইড়, শোল, বোয়াল, রুই, মৃগেল, কাতল, কালবাউস পাওয়া যায় না। এখন এসব মাছ দেখাই যায় না বলা যায়। উন্মুক্ত জলাশয়ে অবাধে মাছ শিকারের ফলে এগুলো হারিয়ে যেতে বসেছে।
উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাসিন্দা আল মামুন বলেন, ‘নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করে হাট-বাজারগুলোতে বিক্রি করছেন জেলেরা। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও প্রশাসন ঠিকমতো ব্যবস্থা না নেওয়ায় মাছ নিধন বন্ধ হয় না। যদি মা ও পোনা মাছ নিধন বন্ধ না করা যায়, তবে চাষের মাছ অনেক দাম দিয়ে কিনে খেতে হবে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
ইছামতী নদীর মৎস্য শিকারি মমিনুল শেখ বলেন, ‘বর্ষার পানি কমতে থাকায় আমরা মাছ ধরছি। আমরা বর্ষা মৌসুমে শুধু মাছ ধরি, অন্য সময় ধরি না। এখন পানি চলে যাচ্ছে, সে কারণে আমরা এই মাছ ধরছি।’
উপজেলার শেখরনগরে ইঞ্জিনচালিত নৌকার চালক খাইরুদ্দিন বলেন, ‘নদী-খাল-বিলে জেলেরা জাল পেতে রাখায় ইঞ্জিনচালিত নৌকা নিয়ে যাতায়াত দুরূহ হয়ে পড়েছে। জাল নষ্ট হলে প্রায়ই জরিমানা গুনতে হয় আমাদের। কখনো কখনো ঝগড়া ও হাতাহাতি হয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
সিরাজদিখান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) যুধিষ্ঠির রঞ্জন পাল বলেন, ‘আমরা ৩০ তারিখের পরে জলাশয়ে বাঁধ দিয়ে মাছ নিধনে এসব অবৈধ ভেসালসহ সব ধরনের জাল উচ্ছেদ করাব। এ বিষয়ে ইউএনও স্যারের সঙ্গে আলাপ-আলোচনা করে তারপর উচ্ছেদ করা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫